নতুন দিল্লি, ১৭ অগাস্ট: বিজেপি-র নতুন সংসদীয় বোর্ড বড় রদবদল। বিজেপি-র শীর্ষ বোর্ড থেকে বাদ পড়লেন বেশ কিছু বড় মাপের নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ গড়া ১১ জনের বিজেপি-র শীর্ষ বোর্ডে বেশ কিছু চমক থাকল। মোট ৬জন নতুন মুখ থাকল বিজেপি-র নতুনম সংসদীয় বোর্ডে। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, ও তফসিলি জাতির নেতা কে লক্ষ্মণকে পদ্ম শিবিরের সংসদীয় বোর্ডে আনা হয়েছে।
কর্ণাটকে একবারে কোণঠাসা বিএস ইয়েদুরাপ্পাকে বিজেপির সংসদীয় বোর্ডে আনা হল। করোনা কালে কর্ণাটকের মুখ্যমন্ত্রী থেকে সরানোর দক্ষিণ বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী ইয়েদিরাপ্পা একেবারে কোণঠাসা হয়ে, রাজনীতি থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। পাশাপাশি আগামী নির্বাচনে নিজের কেন্দ্র তার ছেলের নামও ঘোষণা করছেন। ৭৭ বছর হয়ে গেলেও ইয়েদির রাগ কমাতে তাঁকে সংসদীয় বোর্ডে রাখা হল।
পাশাপাশি হিমন্ত বিশ্বশর্মা-কে জায়গা করে দিতে অসমে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো সর্বানন্দ সোনওয়ালকে সংসদীয় বোর্ডে আনা হয়েছে। তেমনই বাদ পড়লেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সভাপতি নীতিন গডকরি ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আরও পড়ুন-'মেক ইন্ডিয়া নম্বর 1'লোকসভা ভোটের প্রচার শুরু কেজরিওয়ালের!
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে দারুণ জয় পেয়ে ক্ষমতা ফিরে সর্বভারতীয় রাজনীতিতে পা রাখার ইচ্ছপ্রকাশ করা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-কে বিজেপির সংসদীয় বোর্ডে রাখা হল না। সেখানে বিজেপি-র ওবিসি মোর্চার সর্বভারতীয় সভাপতি হায়দরাবাদের কে লক্ষ্মণকে সংসদীয় বোর্ডে রাখা হল। প্রসঙ্গত, দলের বড় সিদ্ধান্তগুলি সংসদীয় বোর্ডের সিদ্ধান্তের অনুমোদনের পরেই নেওয়া হয়।
বিজেপি-র নতুন সংসদীয় বোর্ড
১) নরেন্দ্র মোদী
২) অমিত শাহ
৩) রাজনাথ সিং
৪) জেপি নাড্ডা
৫) বিএস ইয়েদুরাপ্পা
৬) সর্বানন্দ সোনওয়াল
৭) কে লক্ষ্মণ
৮) ইকবাল সিং লালপুরা
৯) সুধা যাদব
১০) সত্যনারায়ণ জাটিয়া
১১) বিএল সন্তোষ