চেন্নাই, ২৭ ডিসেম্বর: তামিলনাড়ুতে ডিএমকে, কংগ্রেস জোটকে হারিয়ে প্রথমবার রাজ্য পদ্ম ফোটাতে কে আন্নামালাই (K.Annamalai)-কে পুরোপুরি স্বাধীনতা দিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। তামিলনাড়ুর রাজ্য সভাপতি আন্নামালাই দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের পুরোপুরি সমর্থন পেলেও একেবারেই ভাল ফল করতে পারেননি। চলতি বছর লোকসভা নির্বাচনে ডিএমকে, কংগ্রেসের কাছে ফের পরাস্ত হয় মোদী-আন্নামালাইকে মুখ করে লড়া বিজেপি। কেরলে প্রথমবার লোকসভা আসন পেলেও তামিলনাড়ুতে আরও একবার শূন্য হাতে ফেরে বিজেপি। অথচ আন্নামালাইয়ের যাবতীয় আব্দার রাখেন মোদী-শাহ। ভোটে পরাস্ত হওয়ার পর বিদেশে চলে যানা আন্নামালাই। এবার দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে নেমে নিজেকে ফের খবরের শিরোনাম আনলেন আন্নামালাই।
সাংবাদিকদের সামনে, খালি গায়ে নিজের পিঠে ৬ বার চাবুক মারলেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি। বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ কাণ্ডে রাজ্যে ডিএমকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে গিয়ে নিজের গায়ে ৬ বার চাবুক মারলেন আন্নামালাই। রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থতা নিয়ে সরব হন তামিলনাড়ুর বিজেপি সভাপতি। আন্না বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ কাণ্ডে বিজেপি তামিলনাড়ু জুড়ে প্রতিবাদ করবে বলে আন্নামালাই জানান।
দেখুন নিজের গায়ে চাবুক মারছেন আন্নামালাই
BREAKING: TN BJP Annamalai whips himself🪢🧵 pic.twitter.com/wfSAapF3nF
— Manobala Vijayabalan (@ManobalaV) December 27, 2024
এখানেই শেষ নয়, যতদিন না এমকে স্ট্যালিনের ডিএমকে-কে হারবে, ততদিন তিনি খালি পায়ে হাঁটবেন বলেও আন্নামালাই জানিয়েছীিলেন।