মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) 'আগুন' মন্তব্য নিয়ে নীরব ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই নিয়ে কোনও মন্তব্য করেনি। অন্যদিকে অখিলেশ যাদব সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন। আর ইন্ডিয়া জোটের এই সমর্থন নিয়ে সমালোচনা করছে বিজেপি। মুখপাত্র প্রেম শুক্লার (Prem Shukla) মতে, এর থেকেই ইন্ডিয়া জোটের ভবিষ্যত পরিকল্পনা পরিস্কার। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা, ওড়িশা, অসম, ত্রিপুরা হয়ে গোটা উত্তর-পূর্ব ভারতে আগুন লাগিয়ে দিল্লি পর্যন্ত তা পৌঁছে যাবে। আর তার এই মন্তব্যের বিরুদ্ধে এখন মুখ খুলতে পারছেন না সংবিধান দেখানো রাহুল গান্ধী। অখিলেশ যাদব ও তেজস্বী যাদব তো প্রকাশ্যে এর সমর্থন করছে। ফলে এটা পরিস্কার যে ইন্ডিয়া জোটও চায় সারা দেশে আগুন লাগুক।
বিজেপি নেতা আরও বলেন, আমাদের মাথায় রাখতে হবে এই রাহুল গান্ধী অতীতে দেশে আগুন লাগানোর হুমকি দিয়েছিলেন। অখিলেশ যাদব নির্বাচনের আগে এরকই বক্তব্য জনসভায় বলেছিলেন। এর থেকে পরিস্কার যে এরা সুযোগ পেলে দেশে আগুন লাগিয়ে দেবে। এবং টুকরে টুকরে গ্যাং এই জোটের মধ্যে ঢুকে পড়েছে। আমাদের আবেদন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে যেন সিবিআই তদন্ত হয় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় পলিগ্রাফ করা উচিত।
#WATCH | Delhi: BJP spokesperson Prem Shukla says, "...The silence of Rahul Gandhi on Mamata Banerjee's statement, and the way Akhilesh Yadav and Tejashwi Yadav support her, shows how the INDI alliance wants to put this nation on fire...We will not be able to get into the depth… pic.twitter.com/dfuxEUzoYu
— ANI (@ANI) August 30, 2024