নয়া দিল্লি, ১০ ডিসেম্বরঃ দিল্লি মুখ্যমন্ত্রীর বাড়ি তো নয় যেন সাত তারা রিসোর্ট (7-Star Resort)। আগামী বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন আপ নেতা-মন্ত্রীরা। নির্বাচনের পূর্বে রাজধানীর 6 ফ্ল্যাগ স্টাফ রোডে অবস্থিত মুখ্যমন্ত্রী আবাসনটি বিরোধীদের চর্চার মূল কেন্দ্র হয়ে উঠেছে। কয়েক কোটি টাকার ওই মুখ্যমন্ত্রী আবাসনের অন্দরমহলের ঝলক তুলে ধরলেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা (Virendraa Sachdeva)। মুখ্যমন্ত্রী আবাসনকে 'শীশ মহল'এর সঙ্গে তুলনা করলেন বিজেপি রাজ্য সভাপতি। কয়েক মাস আগে অবধিও ওই আবাসেই থাকতেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।
আবগারি দুর্নীতি মামলায় গেফতার এবং জামিনে মুক্তির পর রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান কেজরিওয়াল। তাঁর জায়গায় মুখ্যমন্ত্রী করেন অতিশীকে (Atishi)। গত সেপ্টেম্বরেই দিল্লির মসনদে অতিশীকে বসিয়ে নিজে সরে গিয়েছেন আপ আহ্বায়ক। রাজ্যবাসীকে কেজরিওয়াল জানিয়েছেন, বিধানসভা ভোটে জয়লাভ করে নিজেকে প্রমাণ করবেন তিনি। তারপরেই নিজের পুরনো আসনে ফিরে যাবেন। অতিশী মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে 'শীশ মহলে' কেজরি থাকতেন সেই মুখ্যমন্ত্রী আবাসনের ঝলক শেয়ার করে আম আদমি পার্টির (Aam Aadmi Party) সর্বাত্মক নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বীরেন্দ্র। বললেন, জনগণের টাকা আত্মসাৎ করে নিজের জন্যে সাত তারা রিসোর্ট গড়ে তুলেছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।
বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, কোটি কোটি টাকা খরচ করে গড়ে তোলা ওই মুখ্যমন্ত্রী আবাসনে বিলাসবহুল জীবনযাপন করতেন কেজরিওয়াল। সরকারি সম্পত্তি ব্যক্তিগত কাজে ব্যবহার-সহ আপ নেতার বিরুদ্ধে আরও একগুচ্ছ অভিযোগ তুলেছেন বীরেন্দ্র। বিজেপি নেতার অভিযোগ, নিজের বাংলোর পিছনে যে পরিমাণ অর্থ ব্যয় করেছেন অরবিন্দ সেই টাকা দিয়ে দিল্লির সাধারণ মানুষের জন্যে থাকা এবং রোজগারের ব্যবস্থা করে দেওয়া যেতে পারত।
দিল্লি মুখ্যমন্ত্রী আবাসনের অন্দরমহলের ঝলক দেখুন...
खुद को आम आदमी कहने वाले @ArvindKejriwal की अय्याशी के शीशमहल की सच्चाई हम बताते आए हैं , आज आपको दिखायेंगे भी!
जनता के पैसे खाकर अपने लिए 7-Star Resort का निर्माण करवाया है!
शानदार Gym-Sauna Room-Jacuzzi की कीमत!
• Marble Granite Lighting→ ₹ 1.9 Cr.
•Installation-Civil… pic.twitter.com/QReaeNMRQ8
— Virendraa Sachdeva (@Virend_Sachdeva) December 10, 2024
দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবার অভিযোগের জবাব দিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া (Manish Sisodia)। বিজেপির দিকে পালটা দুর্নীতির অভিযোগ তুলে মণীশ বলেন, 'অরবিন্দ কেজরিওয়াল নিজের জন্য কেবল একটি বাড়ি করেছেন। কয়েক কোটি টাকা খরচ করে তৈরি ওই বাড়িটি নিয়ে এখন পড়েছে বিজেপি। এদিকে দিল্লিবাসীর হাজার হাজার কোটি টাকা যে তাঁরা লুট করছে সেই হুঁশ নেই'। কোথায় স্কুল তৈরির সেই সমস্ত টাকা? প্রশ্ন সিসৌদিয়ার।