Narendra Modi, Amit Shah. (Photo Credits: PTI/File)

আমেদাবাদ, ১২ নভেম্বর: গুজরাট বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা করবে বিজেপি। নরেন্দ্র মোদীর রাজ্যে এবার ৬টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করল শাসক দল। এর আগে বৃহস্পতিবার প্রথম দফায় বিজেপি ১৬০টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল। গুজরাটে মোট ১৮২টি বিধানসভা আসন আছে। বিজেপি মোট ১৬৬ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলল। আর ১৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা বাকি থাকল শাসক দল। কংগ্রেস এখনও প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেনি।

দ্বিতীয় দফার মূলত রাজকোট অঞ্চলের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। ধোরাজি-তে বিজেপি প্রার্থী হলেন মহেন্দ্রভাই পাদালিয়া, ছোরইয়াসিতে প্রার্থী সন্দীপ দেশাই। কুতিয়ানা ও ভাবনগর পূর্ব কেন্দ্রে বিজেপি-র হয়ে দাঁড়াচ্ছেন যথাক্রমে ধেলিবেন মালদেভাই ওদেদারা ও রাজীব কুমার পান্ডিয়া।

দেখুন টুইট

কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা ২৩ জনকে এবার গুজরাটে টিকিট দিয়েছেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা। তার মধ্যে আছেন কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি হার্দিক প্যাটেলও। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল লড়বেন ঘাটলোদিয়া আসন থেকে। পাশাপাশি, জামনগর উত্তর থেকে ভারতের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবাকে টিকিট দিয়েছে বিজেপি।

গুজরাটে ভোট হবে দু দফায়। প্রথম দফার ভোট হবে ১ ডিসেম্বর এবং দ্বিতীয় দফার ভোট হবে ৫ ডিসেম্বর। ৮ ডিসেম্বর ফলাফল ঘোষণা। মোদী রাজ্যে প্রার্থীরা ১৪ নভেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিতে পারবেন এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ নভেম্বর।