জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির জ্বালায় অতিষ্ট কর্ণাটকবাসী। লোকসভা ভোট মিটতেই একলাফে ৩ টাকা দাম বাড়ল পেট্রলের (Petrol)। অন্যদিকে ৩.০৫ টাকা প্রতি লিটার ডিজেলের (Diesel) দাম বেড়েছে এই রাজ্যে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধীতায় রাস্তায় নেমেছে বিজেপির নেতানেত্রীরা। এদিন কর্ণাটক বিজেপি প্রধান বি ওয়াই বিজয়েন্দ্রের নেতৃত্বে একাধিক নেতাকর্মীরা সাইকেল নিয়ে প্রতিবাদ করেছেন। তাঁদের দাবি, অবিলম্বে জ্বালানী তেলের দাম কমাতে হবে। যদিও কর্ণাটকের কংগ্রেস সরকার এই মূল্যবৃদ্ধি নিয়ে কার্যত নীরব রয়েছে। তেলের দামবৃদ্ধির পাশাপাশি এও শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই জলের দাম বাড়াতে চলেছে প্রশাসন। যদিও এই নিয়ে রাজ্যের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবাকুমার স্পষ্ট জানিয়ে দিয়েছে জলের দাম এই মুহূর্তে বাড়ছে না।
আসলে লোকসভা ভোটের পর রাজ্যভিত্তিক করের হার বাড়ানোর জেরেই দাম বেড়েছে পেট্রল ও ডিজেলের। সেই কারণেই পেট্রলের দাম ৯৯.৮৪ টাকা থেকে বেড়ে ১০২,৮৪ টাকা হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম ৮৫.৯৩ থেকে ৮৮.৯৫ টাকা পর্যন্ত বেড়েছে। সূত্রের খবর, আগামী দিনে আরও জ্বালানী তেলের দাম আরও কিছুটা বাড়াতে পারে রাজ্য সরকার। আচমকা এই মূল্যবৃদ্ধির কারণে কার্যত মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের কপালে।
#WATCH | Karnataka BJP chief B.Y. Vijayendra leads party leaders and workers in taking out a cycle protest rally in Bengaluru over the fuel price hike by the state government. pic.twitter.com/Mqh5GpjIlO
— ANI (@ANI) June 20, 2024
মূলত রাজ্য সরকার পেট্রলের ওপর সেলস ট্যাক্স ৩.৯২ শতাংশ বৃদ্ধি করেছে। অন্যদিকে ডিজেলে ৪.১ শতাংশ দাম বৃদ্ধি করেছে সরকার। যদিও এই জ্বালানী তেলের দামে রাজ্যভিত্তিক করের হার কেন বাড়ানো হল সেই প্রশ্নের জবাব চেয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল।