Rajeev Chandrasekhar. (Photo Credits: Twitter)

কেরলে বিস্ফোরন নিয়ে রাজীব চন্দ্রশেখরের সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে বেশ কিছু অভিযোগ দায়ের করা হয়। যে কারণে দায়ের করা হয়েছে এফআইআর। এবার সেই এফআইআর নিয়ে এবার পাল্টা দিল বিজেপি।

বিজেপি জানিয়েছে,  এই বিষয়টিতে আইনগত ভাবে এবং রাজনৈতিকভাবে লড়বে দল।এই বিষয়ে বিজেপি প্রেসিডেন্ট সুরেন্দ্রন জানান, "মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একটি আঙুলও তুলতে পারবেন না রাজীব চন্দ্রশেখরের বিরুদ্ধে।আমরা এই ঘটনার নিন্দা করি যখন হামাসের একজন শীর্ষ কমান্ডার মালাপুরমে একটি সভায় অনলাইনে বক্তব্য রাখলেন, আয়োজকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হল না।কিন্তু একজন মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল কেননা তিনি এর বিরুদ্ধে বলেছেন।"

রবিবার কেরলে একটি প্রার্থনা সভায় বিস্ফোরনে ৩ জন প্রাণ হারান। আহত হন বেশ কয়েকজন।ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা।