কেন্দ্রশাষিত রাজ্যের বদলে পূর্ণ রাজ্যে দাবি জানিয়ে লাদাখজুড়ে (Ladakh) অব্যাহত বিক্ষোভ। বুধবার সকাল থেকেই স্থানীয় মানুষ, যুবকরা লেহ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে শুরু করে। তবে বেলা গড়াতেই পরিস্থিত আরও ভয়াবহ জায়গায় পৌঁছে যায়। সিআরপিএফ ও স্থানীয় পুলিশদের সঙ্গে হাতাহাতি শুরু হয় বিক্ষোকারীদের। তারপরেই সিআরপিএফের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এমনকী জনতার রোষ গিয়ে পড়ে লেহ-তে অবস্থিত বিজেপির কার্যালয়ে।

হতাহতের কোনও খবর নেই

জানা যাচ্ছে, এদিন দুপুরে লেহ-তে বিজেপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেন প্রতিবাদীরা। ভাঙচুড় করা হয় অফিসের একাংশ। হামলাকারীদের হাতে আক্রান্ত হন বিজেপি কর্মীরা। যদিও এই ঘটনায় এখনও হতাহতের কোনও খবর নেই। সূত্রের খবর, সমাজকর্মী সোনাম ওয়াংচুকের সমর্থনের রাস্তায় নেমে প্রতিবাদ করছেন বহু মানুষ। এদিকে স্থানীয় প্রশাসন কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে।

আসলে লাদাখকে পূর্ণ রাজ্য ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ করছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। তবে কেন্দ্র সরকার কখনই তাঁর দাবিতে মান্যতা দেননি। এদিকে তিনি বর্তমানে অনশনে বসেছেন। এদিক তাঁর সমর্থনকারীরা গোটা লাদাখজুড়ে প্রতিবাদ দেখাতে শুরু করেছে। এই অবস্থায় কেন্দ্র সরকার কী পদক্ষেপ নেন, এখন সেটাই দেখার।