বেঙ্গালুরু, ৮ নভেম্বর: কৃষক আত্মহত্যা নিয়ে ভুয়ো খবর প্রচারের দায়ের অভিযোগে কর্ণাটকে বিজেপির তারকা সাংসদ তেজস্বী সূর্য (Tejasvi Surya)-র বিরুদ্ধে FIR জারি করা হল। গতকাল, বৃহস্পতিবার খবরটি তেজস্বী সূর্যর (সেই সংবাদমাধ্যমের সম্পাদক) নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছিল। সেই লিঙ্কটি এক্স প্ল্যাটফর্মে শেয়ার করে বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ অভিযোগ করেন, কীভাবে কর্ণাটকের কংগ্রেস সরকার, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রাজ্যে সংখ্যালঘু তোষণ করে কৃষকদের আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছেন।
তেজস্বীর শেয়ার করা এই পোস্টের পর কর্ণাটকে তোলপাড় পড়ে যায়। কিন্তু হাভেরির প্রশাসন খোঁজ নিয়ে জানতে পারে এমন কোনও ঘটনাই সেখানে ঘটেনি। এরপর তেজস্বী তাঁর সেই পোস্টটি ডিলিট করে দেন।
তেজস্বী সূর্য-র বিরুদ্ধে জারি FIR
STORY | BJP MP Tejasvi Surya, editors of Kannada news portals booked for allegedly spreading fake news
READ: https://t.co/oOX0MhxE51 pic.twitter.com/Y26x8flR25
— Press Trust of India (@PTI_News) November 8, 2024
ভুয়ো খবর প্রচারের দায়ে তেজস্বী সহ স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৩ (২) ধারায় মামলা করা হয়েছে। এই বিষয়ে এখনও তেজস্বী-র প্রতিক্রিয়া জানা যায়নি।