দিল্লি, ১২ ডিসেম্বর: আবার কি নোটবন্দি (Demonetisation) হতে চলেছে দেশে? বিজেপি সাংসদ সুশীল কুমার মোদীর (Sushil Kumar Modi ) এমন প্রস্তাব ঘিরে ইতিমধ্যে শোরগোল শুরু হয়েছে। সুশীল কুমার মোদী সংসদে প্রস্তাব রাখেন ২০০০ টাকার নোট বন্ধ করতে। কেন্দ্রীয় সরকার যাতে ধাপে ধাপে ২ হাজার টাকার নোট বন্ধ করে দেয়, সেই প্রস্তাব দেন বিজেপি (BJP) সাংসদ। তিনি বলেন, কালো টাকার বাড়বাড়ন্ত বন্ধ করতে ২ হাজার টাকার নোট বাজার থেকে তুলে নিতে হবে। তবে একবারে নয়, ধীরে ধীরে পদক্ষেপ করে তবেই ২ হাজারের নোট বাজার থেকে কেন্দ্রের তুলে নেওয়া উচিত বলে মন্তব্য করেন সুশীল কুমার মোদী।
২০০০ টাকার নোট তুলে নেওয়ার প্রস্তাবের সঙ্গে সুশীল কুমার মোদী আরও বলেন, ২০১৮ সালে ইউরোপের সেন্ট্রাল ব্যাঙ্ক ৫০০ ইউরো তুলে নেয় বাজার থেকে। ২০১০ সালে সিঙ্গাপুর সরকার ১০ হাজারের নোট তুলে নেয়। ভারত সরকার যদি ১০০০ টাকার নোট তুলে নিতে পারে, তাহলে কেন ২ হাজারের নোট ধীরে ধীরে তুলে নিতে পারবে না বলে প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ।
"काला धन अगर ख़त्म करना है तो 2,000 के नोट को बंद करना होगा"
BJP सांसद @SushilModi
सुशील कुमार मोदी | Sushil Kumar Modi | #SushilKumarModi pic.twitter.com/404rZIynqq
— News24 (@news24tvchannel) December 12, 2022
এক অথবা ২ বছরের মধ্যে ধাপে ধাপে ভারত সরকার যাতে ২ হাজার টাকার নোট বাজার থেকে তুলে নেয়, সেই প্রস্তাব পেশ করেন সুশীল কুমার মোদী। কেন্দ্রীয় সরকার নোটবন্দি করে যেভাবে ১০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেয়, সেই একইভাবে এবার ২ হাজারের নোটও তুলে নেওয়া উচিত বলে সওয়াল করেন বিজেপি সাংসদ সুশীল কুমার মোদী।