BJP MP Sakshi Maharaj (Photo Credits: IANS)

নয়াদিল্লি, ১১ অগাস্ট: হুমকি ফোনের অভিযোগ দায়ের করলেন উন্নাও লোকসভার বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি সাংসদ। পাকিস্তানের নম্বর থেকে ফোন আসে সাক্ষীর কাছে, বিজেপি সাংসদ ছাড়াও দেশের আরও বেশ কিছু রাজনৈতিক নেতাদের খতম করার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি। আরও পড়ুন: Gunjan Saxena - The Kargil Girl Movie Review: বায়ুসেনায় ভারতের প্রথম মহিলা পাইলটের বায়োপিকে জাহ্নবী, দেখে নিন মুভি রিভিউ 

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সাক্ষী জানিয়েছেন, 'এর আগেও আমি একাধিকবার হুমকি পেয়েছি ইন্টারনেট থেকে। গতকাল আমি পাকিস্তানের একটি নম্বর থেকে হুমকি ফোন পাই। অকথ্য ভাষায় আমাকে গালাগালি দেওয়া হয় এবং আগামী ১০ দিনের মধ্যে বোমা মেরে আমার বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।' একইসঙ্গে তিনি আরও বলেন,'শুধু আমাকেই নয়, দেশের বেশ কিছু তাবড় তাবড় রাজনৈতিক নেতাদের খতম করে দেওয়ার হুমকি দেওয়া হয় ফোনে। আমি ভীষণ ভীত হয়ে যাই এবং উত্তরপ্রদেশের মুখ্যসচিব অবিনাশ আওয়াস্তিকে ফোন করে গোটা বিষয়টি জানাই।' বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ এই গোটা বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে গোটা বিষয়টি জানাবেন বলে জানান।

সাক্ষী মহারাজ দাবি করেন, 'আমি যদি হিন্দুত্ববাদ নিয়ে কথা বলা বন্ধ করে দিই। কিংবা ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা করি কিংবা সংখ্যালঘুদের সমর্থনে গলা চড়াই। তাহলেই একমাত্র জীবন সুরক্ষিত থাকবে। নয়তো এভাবে হুমকি ফোন পেতেই থাকব আমি। আমি ভয় পাচ্ছি না। তবে আসা করব সরকার আমার সুরক্ষার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।'