বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি (ছবিঃANI)

নয়াদিল্লিঃ সবে শেষ হয়েছিল নির্মাণ। দিল্লির(Delhi) বুরারিতে(Burari) হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা ভবন। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির বুরারিতে ‘অস্কার পাবলিক স্কুল’-এর কাছে 'কৌশিক এনক্লেভ'-এ। এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর।  স্থানীয় সূত্রে খবর ঘটনার সময় ওই বাড়ির মধ্যে ২০-২৫ জন ছিলেন। এই ঘটনায় গাফিলতির অভিযোগ এনেছেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। এদিন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মনোজ। ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, "নতুন বাড়ি ভেঙে পড়ে গেল! বোঝাই যাচ্ছে কোথাও তো গাফলতি রয়েছে। শীঘ্রই তা খুঁজে বের করতে হবে। এই গাফিলতির জন্য যে বা যারা দায়ী তাদের ছেড়ে দেওয়া হবে না।"

দিল্লিতে ভাঙল চারতলা বাড়ি

অন্যদিকে দিল্লি দমকল সূত্রে খবর, এখনও ওই বাড়ির মধ্যে বেশকিছু লোক আটকে র‍য়েছে বলে আশঙ্কা। তাঁদের উদ্ধার করার কাজ চলছে। এদিন দিল্লি ফায়ার সার্ভিস প্রধান অতুল গর্গ বলেন, "ঘটনাটি ঘটেছে সন্ধ্যা ৬ টা বেজে ৫৬ মিনিট নাগাদ। অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করা হয়েছিল।" তিনি আরও জানিয়েছেন, উদ্ধারকাজে সহায়তার জন্য দমকলের নয়টি বাহিনীকে মোতায়েন করা হয়েছে। এ ছাড়া দিল্লি সিভিল ডিফেন্স এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। উদ্ধারকাজ চলছে।

 দিল্লিতে ভেঙে পড়ল ৪ তলা ভবন, গাফিলতির অভিযোগ আনছেন বিজেপি সাংসদ