বৃহস্পতিবার বঙ্গে এসেছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। কাশ্মীরে যাতে পর্যটন ব্যবস্থা আবার চাঙ্গা হয় সেই নিয়ে ওমরকে পাশে নিয়ে বাঙালি পর্যটকদের উদ্দেশ্যা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর ছুটিতে পর্যটকরা যাতে ভূ-স্বর্গে ঘুরতে যায়, সেই নিয়েও অনুরোধ জানান তিনি। যদিও দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বৈঠক নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কাশ্মীর ঘুরতে যাওয়ার চরম বিরোধীতা করেন।

কাশ্মীর নিয়ে সমালোচনায় শুভেন্দু অধিকারী

তিনি বলেন, “পহেলগাম হামলার পর থেকে কাশ্মীরে যাওয়া নিয়ে আতঙ্কে রয়েছেন অনেকে। আমি বলব আপনারা অন্য রাজ্যে ঘুরুন, পারলে জম্মু থেকে ঘুরে আসুন, কিন্তু কাশ্মীরে যাবেন না। যেভাবে ধর্ম দেখে দেখে খুন করা হয়েছিল, তারপর কোনও হিন্দু বাঙালির ওই জায়গায় না যাওয়াই ভালো। আপনারা হিমাচল প্রদেশ ঘুরুন, উত্তরাখণ্ড ঘুরুন কিংবা দেশর বিভিন্ন রাজ্যে ঘুরতে যান”।

দেখুন শুভেন্দু অধিকারীর মন্তব্য

বাংলায় আসেন ওমর আবদুল্লা

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বাংলায় এসেছিলেন ওমর আবদুল্লা। এরমধ্যে পহেলগাম হামলা বা ওপারেশন সিঁদুরের মতো ঘটনা ঘটেছিল। তারপর ঘটনাস্থল পরিদর্শনেও গিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধি দল। এই নিয়ে এদিন ওমর আবদুল্লা কৃতজ্ঞতা জানান বাংলার মুখ্যমন্ত্রীকে।