গত সোমবার রাত থেকে মঙ্গলবার দিনভর টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহর কলকাতা। পুজোর আগে এত পরিমাণে বৃষ্টি বিগত কয়েকবছরে হয়নি। এখনও জলমগ্ন শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। জমা জলে কলকাতার মধ্যে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। এই মৃত্যু নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিশেষ করে বিজেপির তরফে এই নিয়ে রাজ্য সরকারের চুড়ান্ত অব্যবস্থাকেই দায়ি করা হচ্ছে। এদিকে বুধবার এই মৃত্যু নিয়ে পাল্টা সিইএসসি (CSCE)-কেই দায়ি করা হচ্ছে।

সমালোচনা অর্জুন সিংয়ের

এই প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh) মন্তব্য করতে গিয়ে আলাদা বিতর্ক সৃষ্টি করেছেন। তাঁর মতে, “মমতা বন্দ্যোপাধ্যায় সিইএসসি-কে দায়ি করছে। এদিকে সিইএসসি কর্তৃপক্ষ বলছে স্ট্রিট লাইটৈ ল্যাম্পপোস্টগুলির রক্ষণাবেক্ষণ তাঁদের দায়িত্বে পড়ে না। এটা কলকাতা পুরসভা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। আমার যতদুর জানা আছে, সিইএসসির নিজস্ব কোনও প্ল্যান্ট নেই। রাজ্যের বা অন্য সংস্থার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকেই বিদ্যুৎ কিনে সরবরাহ করা হচ্ছে। ফলে এখন দায়িত্ব এড়িয়ে যাওয়ার খেলা চলছে”।

দেখুন অর্জুন সিংয়ের মন্তব্য

বিতর্কিত মন্তব্য

অর্জুন আরও বলেন, “এখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও মন্তব্য করলে সঙ্গে সঙ্গেই অভিযোগ দায়ের হয়। এদিকে শহরে এতবড় ঘটনা হয়ে গেল তবে সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে দায় চাপানো হলেও তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হচ্ছে না। অন্যদিকে, ‘পাকিস্তানি ববি হাকিম, পাকিস্তানের সমর্থনকারী ববি হাকিমের’ বিরুদ্ধেও কোনও অভিযোগ দায়ের হবে না”।