Mithun Chakraborty (Photo Credit; ANI/Twitter)

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতাতে কোমর বেঁধে নামলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। ত্রিপুরায় মিঠুনের স্টারডম কাজে লাগাতে তাঁকে দিতে বেশ কয়েকটি জনসভা ও রোড শো করাচ্ছে বিজেপি। শনিবার মিঠুনকে দেখা গেল পশ্চিম ত্রিপুরার মজলিশপুর বিধানসভা কেন্দ্রে রোড শো-য়ে। মিঠুনের রোড শোয়ে ব্যাপক ভিড় হল। তাঁকে দেখতে রাস্তার দু পাশে জনতার ঢল নামে। মিঠুনের মুখে মুখ্যমন্ত্রী মানিক সাহা ও বিজেপি সরকারের প্রশংসা। রোড শোয়ে মিঠুন বলেন, "ত্রিপুরায় দারুণ কাজ করেছে বিডেপি সরকার। আবার এখানে বিজেপিই ক্ষমতায় আসবে।"

এই কেন্দ্রে বিজেপি প্রার্থী বিধায়ক সুশান্ত চৌধুরী। ২০১৮ সাল পর্যন্ত সিপিএমের মানিক দে এখানে চারবারের বিধায়ক ছিলেন। বিজেপি-র বক্তব্য মিঠুনের রোড শোয়ে মানুষের ভিড় প্রমাণ করছে, রাজ্য়ে আবার পদ্মের সরকারই ক্ষমতায় আসছে। আর এ নিয়ে বিরোধীদের বক্তব্য হল, বাংলায় ভোটে মিঠুন জাত গোখরোর সংলাপ বলে বিজেপিকে জেতাতে চেয়েছিলেন কিন্তু সেটাই হয়নি। ত্রিপুরাতেও তেমন হবে। আরও পড়ুন-অসহনীয়, ৪ বছরের সন্তানকে নিয়ে মালগাড়ির সামনে ঝাঁপ মহিলার

দেখুন ছবিতে

আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় এক দফায় বিধানসভার ৬০টি আসনে ভোটগ্রহণ হবে। শাসক দল বিজেপি এবার ত্রিপুরায় ৫৫ জন প্রার্থী দিয়েছে, শরিক দল আইপিটিএফ-কে ছেড়েছে পাঁচটা আসন। সিপিএম-বাম দল ও কংগ্রেস জোট গড়ে ভোটে লড়ছে। সিপিএম ৪৩টি ও কংগ্রেস ১৩টি আসনে জোট গড়ে লড়বে। বিজেপি বনাম সিপিএম,কংগ্রেস জোট লড়াইয়ে এবার তুরুপের তাস হতে পারে তিপরা মোথা পার্টি। এই দলের প্রধান প্রদ্যুত্ত মানিক্য দেববর্মা কিং মেকার হয়ে উঠতে পারেন শেষ পর্যন্ত। ত্রিপুরায় এবার ২৮টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। ত্রিপুরায় ভাল ফল করতে বহু তারকাকে বাংলা থেকে প্রচারে পাঠাচ্ছে দল।