দিল্লি, ২৬ অগাস্ট: অভিনেত্রী, বিজেপি নেত্রী সোনালী ফোগাটের (Sonali Phogat) শেষকৃত্য সম্পন্ন হবে শুক্রবার। গোয়া থেকে শুক্রবার সকালে বাড়িতে নিয়ে আসা হয় সোনালী ফোগাটের মরদেহ। মেয়ে যশোধরার কাধে দেখা যায় মায়ের মৃতদেহ। চোখের জলে ভেসেই মায়ের মৃতদেহ কাধে তুলে নেন কন্যা যশোধরা। যে দেখে চোখে জল ধরে রাখতে পারেননি অনেকেই। প্রসঙ্গত সোনালী ফোগাটকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ অভিনেত্রীর ভাই রিঙ্কু ঢাকার। সোনালী সারা জীবন বিজেপির জন্য কাজ করেছেন অথচ গেরুয়া শিবিরের নেতারা তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসছেন না বলেও অভিযোগ করেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগীর ভাই। যা নিয়ে চাঞ্চল্য শুরু হয়।
सोनाली #SonaliPhogat को बेटी यशोधरा ने दिया कंधा. RIP pic.twitter.com/MacXmoaKt9
— SHAMSHER SINGH (@ShamsherSLive) August 26, 2022
এদিকে সোনালীর ভাইয়ের অভিযোগের মাঝে ময়না তদন্তের রিপোর্টে প্রকাশ্যে আসে। যেখানে সোনালী ফোগাটের মরদেহ একাধিক ক্ষতর সন্ধান মেলে। এরপরই গোয়া পুলিশের তরফে এফআইআর দায়ের করা হয়।
আরও পড়ুন: Jharkhand: বাড়ি থেকে উদ্ধার A K 47, ঝাড়খণ্ডে গ্রেফতার মুখ্যমন্ত্রীর সঙ্গী
সেই সঙ্গে সোনালী ফোগাটের ব্যক্তিগত সচিব এবং এক কর্মীর বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে বলে খবর।