Amit Shah. (Photo: ANI)

আমেদাবাদ, ১৫ নভেম্বর: করোনা থেকে মোরাবি সেতু বিপর্যয়- গুজরাটে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রয়েছে। তবে বিজেপি-র চাণক্য কিন্তু এসবকে গুরুত্ব দিচ্ছেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করলেন, গুজরাটের আগের সব রেকর্ড ভেঙে এবার বিজেপি সহজেই সরকারে ফিরবে। এবার বিজেপি রেকর্ড সংখ্যাক আসনে জিতবেন বলে শাহের দাবি।

বেশ কয়েকজন বিধায়ককে বাদ দিয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বেশ কয়েকজনকে এবার গুজরাটে প্রার্থী করেছেন শাহ-নাড্ডারা। আরও পড়ুন-লন্ডন থেকে ফিরেই অসুস্থ, ঘরে বন্ধ পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

দেখুন টুইট

১৮২ আসনের গুজরাট বিধানসভায় সরকার গড়তে লাগে ৯২টি আসন। গতবার বিজেপি ১০৭টি আসন পেয়ে ক্ষমতায় ফিরেছিল। শাহ-র দাবি এবার আগের সব রেকর্ড ভেঙে এবার সহজেই বিজেপি আবার গুজরাটে সরকার গড়বে।