প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৯ এপ্রিল: শুধু উত্তর ভারতের রাজনৈতিক দল। এমন বদনামটা অনেক আগেই ঘুচিয়েছে বিজেপি। শুধু গো বলয়ে দাপট, তেমনটাও আর বলা হয় না নরেন্দ্র মোদীর দলকে নিয়ে। উত্তর পূর্ব ভারতে অসম, ত্রিপুরা থেকে পশ্চিমে মহারাষ্ট্র। দেশের সব জায়গাতেই বিজেপির সরকার, গেরুয়া দাপট। কিন্তু গোটা দেশে দাপট দেখানো বিজেপি দক্ষিণে তেমন সুবিধা করতে পারে না। তবে এবার বিজেপির নজরে দক্ষিণ ভারত।

দক্ষিণে একমাত্র কর্ণাটকেই ক্ষমতায় আছে বিজেপি। গত কয়কে বছরের মরিয়া চেষ্টায় তেলাঙ্গানায় প্রধান বিরোধী দল হলেও ক্ষমতায় আসা থেকে অনেকটা দূরে। তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরিতে শত চেষ্টার পরেও বিজেপি একেবারেই ফিকে। গত লোকসভা ভোটে (Lok Sabha Elections 2019) দক্ষিণ ভারত থেকে বিজেপি জিতেছিল ২৯টি আসন। তার মধ্যে কর্ণাটক থেকেই এসেছিল ২৫টি, আর তেলাঙ্গানা থেকে ৪টি। কিন্তু কেরল, অন্ধ্র, পুদুচেরিতে একটা লোকসভা আসনেও জিততে পারেননি মোদী-শাহরা। কিন্তু এবার ২০২৪ লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারত থেকে অন্তত ৫০টি আসন জয়ের লক্ষ্যে নেমেছে বিজেপি। যেখানে দক্ষিণের পাঁচ রাজ্যে আছে মোট ১৩০টি লোকসভা আসন। আরও পড়ুন-করোনার বাড়বাড়ন্তের জেরে ফিরছে মাস্ক, কোন কোন রাজ্যে মাস্ক বাধ্যতামূলক দেখে নিন

২০২৪ লোকসভা নির্বাচনে কর্ণাটকে জয়রথ ধরে রেখে তেলঙ্গানায় রেকর্ড আসনে জিততে মরিয়া বিজেপি। তামিলনাড়ু, কেরল থেকে ২০২৪ লোকসভা ভোটে চমকপ্রদ ফল হবে বলে আশায় গেরুয়া শিবির। বাংলা, বিহার, রাজস্থানে আসন কমলেও দক্ষিণ ভারত থেকে তা পুষিয়ে দেওয়া যাবে বলে আশায় বিজেপি শিবির।