প্রতীকী ছবি (Photo Credits: IANS)

রাজস্থানে নির্বাচন উপলক্ষ্যে দ্বিতীয় তালিকা প্রকাশ করল বিজেপি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ঝলরাপতন নামক স্থান থেকে নির্বাচনে লড়বেন বলে জানা গেছে।

দল তার দ্বিতীয় তালিকায় ৮৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।যাদের মধ্যে অন্যতম রয়েছেন রাজস্থানের প্রাক্তন প্রেসিডেন্ট সতীশ পুনিয়া। যিনি রাজস্থানের অম্বর নির্বাচনী কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন।প্রাক্তন সাংসদ জোত্যি মিদ্ধা যিনি কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন।তিনি নাগাযুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে জানা গেছে।

বিরোধীদের প্রধান রাজেন্দ্র রাঠোর তারানগর থেকে প্রতিদ্বন্দ্বীতা করবেন।৯ অক্টোবর বিজেপির তরফে ৪১ টি প্রার্থীর নাম ঘোষণা করা হয়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং  সাসংদ রাজ্যবর্ধন রাঠোর প্রতিদ্বন্দ্বীতা করছেন জোতওয়াড়া কেন্দ্র থেকে।রাজস্থান থেকে কংগ্রেস সরকারকে সরাতে সাংগঠনিক ভাবে অনেকটাই প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি।

২০১৮ সালে বিধানসভা নির্বাচনে ২০০ টি আসনের মধ্যে কংগ্রেস ৯৮ টি আসন জেতে বিরোধী হিসেবে বিজেপি জেতে ৭৩ টি আসন। ২৫ শে নভেম্বর ভোট হওয়ার কথা রয়েছে। গণণা শুরু হবে ৩ ডিসেম্বর থেকে।