Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

কেরলে বিজেপি (BJP) কাউন্সিলরের রহস্যজনকভাবে মৃত্যু। শনিবার সকালে তাঁর অফিস থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে তিরুবনন্তপুরমের থিরুমালা এলাকায়। এদিন সকালে কর্মী সমর্থকরাই প্রথমে থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম কে অনিল কুমার। এদিকে বিজেপি নেতৃত্বের অভিযোগ, কাউন্সিলরকে খুন করেছে শাসক দলের নেতারা। যদিও মৃত্যুর আসল কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

কাউন্সিলরের অফিস ভেতর থেকে বন্ধ ছিল

এলাকাবাসীরা জানিয়েছেন, প্রতিদিন সকালে একটি নির্দিষ্ট সময়ে থিরুমালা ওয়ার্ডের কাউন্সিলরের অফিস খোলা থাকে। সেখানকার মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে তাঁর কাছে আসেন। কিন্তু এদিন সকাল থেকেই অফিস ভেতর থেকে বন্ধ ছিল। আর তাতেই সন্দেহ হয় অনেকের। দলীয় কর্মীরা অফিসের সামনে এসে ধাক্কাধাক্কি করলেও কোনও সাড়া আসে না। তারপরেই থানায় খবর দেওয়া হয়।

তদন্তে নেমেছে পুলিশ

এরপর ঘটনাস্থলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। দেখা যায় অনিল কুমারের দেহ সিলিংয়ে ঝুলছে। তারপর তাঁরাই দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে আত্মহত্যার ঘটনা মনে করছে পুলিশ। যদিও আত্মঘাতী হওয়ার আসল কারণ এখনও স্পষ্ট নয়।