টানা তিনবার দেশের সিংহাসন ধরে রাখার লড়াইয়ে নেমে প্রথম দফায় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করল বিজেপি। দেশের শাসক দল প্রথম দফায় ১৯৫টি আসনে প্রার্থী ঘোষণা করল। তার মধ্যে বাংলার ২০টি আসনে প্রার্থীদের নাম ঘোষিত হল। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় প্রথম নামটাই নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী গত দুবারের মত এবারও উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকেই লড়বেন। বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রীর নাম থাকল।
পাশাপাশি বিজেপির প্রার্থী তালিকায় আছে তিনজন প্রাক্তন মুখ্যমন্ত্রীদের নাম। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লড়বেন বিদিশা থেকে। অসমে লড়বেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। আর ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব প্রার্থী একটি আসনে। গতবারের মত এবারও গুজরাটের গান্ধীনগর থেকে লড়বেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লখনৌ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গতবার রাহুল গান্ধীকে হারানো স্মৃতি ইরানি এবারও আমেথি থেকেই লড়বেন। মধ্যপ্রদেশে ২৪, বাংলায় ২০, গুজরাটে ও রাজস্থানে ১৫টি, অসম, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে ১১টি ও দিল্লিতে ৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল গেরুয়া শিবির।
প্রথম প্রার্থী তালিকাটি সাংবাদিকদের ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক বিনোদ তাওয়ড়ে। প্রার্থীদের নাম প্রকাশ্যে এনে বিজেপি নেতা বিনোদ তাওড়ে জানান, গত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে বহু জনমুখি কাজ হয়েছে, তার ভিত্তিতে আমাদের সঙ্কল্প বিজেপি ৩৭০টি ও এনডিএ ৪০০টি-র বিজেপি আসনে জেতানোর।