নাগাল্যান্ডে ভোটের আগে এক কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বিজেপি প্রার্থী। ৬০ সদস্যের নাগাল্যান্ড বিধানসভায় ভোটের আগেই খাতা খুলল বিজেপি। আকুলুতো (সংরক্ষিত) বিধানসভা কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন বিজেপি প্রার্থী কাঝেতো কিনিমি। কিনিমির জয়ে তাঁকে সবার আগে অভিনন্দন জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যে হিমন্ত বিশ্বশর্মার কাঁধে এবার ত্রিপুরা, নাগাল্যান্ড ভোটে বিজেপি-কে জেতানোর দায়িত্ব দিয়েছেন অমিত শাহ, জেপি নাড্ডা। আগামী ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচন।
গতবারও এই কেন্দ্রে জিতে প্রথমবার বিধায়ক হয়েছিলেন কিনিমি। গতবারের মতও এবারও আকুলুতোয় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কোনও বৈধ প্রার্থী থাকলেন না।
দেখুন ছবিতে
Congratulations to @BJP4Nagaland's Shri @KazhetoKinimi Ji, who is set to get elected unopposed to the 14th NLA from the 31 Akuluto A/C.
Wishing him the best as he steers the state forward according to the aspirations of the people and resolve of Hon'ble PM Shri @narendramodi Ji. pic.twitter.com/9ZjHjigkmo
— Yanthungo Patton (@YanthungoPatton) February 10, 2023
আজ, শুক্রবার নাগাল্যান্ডে ছিল প্রার্থীপদ প্রত্যাহারের শেষদিন। ৬০টি বিধানসভা কেন্দ্রে ভোটে লড়ছেন মোট ২০০জন প্রার্থী। তাদের মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা মাত্র ৪। ২২জনের মনোনয়ন বাতিল হয়।