দিল্লি, ৮ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিয়ে যে মন্তব্য করেছেন, তার তীব্র বিরোধিতা করল বিজেপি (BJP) । বর্ষীয়ান বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, রাহুল গান্ধী যা বলেছেন, তা বিশ্বাসযোগ্য নয়। পিছিয়ে পড়া মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস-সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের নেতা হলেন নরেন্দ্র মোদী। তাই রাহুল গান্ধী যা বলেছেন, তাতে কংগ্রেসের ভবিষ্যত অন্ধকার। এই ধরনের ভিত্তিহীন এবং লজ্জাজনক মন্তব্য করা থেকে রাহুল গান্ধী যাতে বিরত থাকেন, সেই মন্তব্য প্রকাশ করেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ।
ওড়িশার (Odisha) ঝাড়সুগুডায় ভারত জোড়ো যাত্রা নিয়ে হাজির হন রাহুল গান্ধী। সেখানে হাজির হয়ে রাহুল বলেন, গুজরাটে (Gujarat) নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্ম হয় তেলি কাস্টের ঘরে। জন্মগত ওবিসি সম্প্রদায়ের ছিলেন না মোদী। এরপর ২০০০ সালে গুজরাট সরকার তেলি কাস্টকে ওবিসি সম্প্রদায়ভুক্ত করে। সেই কারণে জন্মগত ওবিসি সম্প্রদায়ের ঘরে নয়, জেনারেল কাস্টের ঘরে মোদীর জন্ম হয়। এমনই দাবি করেন রাহুল গান্ধী।
আরও পড়ুন: Rahul Gandhi: 'জেনারেল কাস্ট, জন্মগত ওবিসি সম্প্রদায়ের নন নরেন্দ্র মোদী', দাবি রাহুলের
রারহুল গান্ধীর ওই মন্তব্যের পর থেকেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে।