গত বছর উত্তরপ্রদেশ নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথের বিরুদ্ধে তোপ দেগে বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন রাজ্যের তৎকালীন মন্ত্রী দারা সিং চৌহান। চলতি বিধায়ককে টিকিট না দিয়ে দলছুট তথা যোগী ক্যাবিনেটের মন্ত্রী দারা সিংকে ঘোসি থেকে প্রার্থী করেন অখিলেশ যাদব। ২২ হাজারের বেশী ভোটে জিতে এসপি-র টিকিটে বিধায়কও হয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর বিজেপি ক্ষমতায় ফিরতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছাকাছি চলে যান দারা সিং। গত মাসে এসপি ছেড়ে সরকারীভাবে বিজেপিতে ফেরেন দারা সিং চৌহান। সেই সঙ্গে বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন তিনি। সে ঘোসি উপনির্বাচনে বিজেপি প্রত্যাশাতিভাবেই প্রার্থী করল দারা সিং চৌহানকে। উপনির্বাচনে জিতলে দারা সিং আবার যোগী ক্য়াবিনেটে গুরুত্বপূর্ণ মন্ত্রক পেতে চলেছেন বলে খব। লোকসভা নির্বাচনের আগে দারা সিংয়ের ক্ষোভের গাছ ভাঙতে সফল হল।
সাইকেলের প্রতীকে জেতার দেড় বছরের মধ্যে এবার পদ্ম প্রতীকে জিততে হবে দারা সিং-কে। তাঁর বিরুদ্ধে সমাজবাদী পার্টি প্রার্থী করেছে প্রাক্তন বিধায়ক সুধাকর সিংকে। ২০১৯ উপনির্বাচনে ঘোষি কেন্দ্র থেকে ২ হাজারের কিছু কম ভোটে বিজেপির বিজয় রাজভোটের কাছে হেরেছিলেন।
আগামী ৫ সেপ্টেম্বর ঘোষিতে বিধানসভা উপ নির্বাচন। ফলপ্রকাশ ৮ সেপ্টেম্বর। এদিকেই একদিনই উপনির্বাচন হতে চলা কেরলের পুথুপল্লী ও উত্তরাখণ্ডের ভাগেশ্বর থেকে বিজেপি প্রার্থী করল পার্বতী দাসকে। তবে জলপাইগুড়ির ধুপগুড়িতে প্রার্থী কে হবেন, তা জানায়নি বিজেপি।