MP Elections 2023 BJP Candidate: সিন্ধিয়া গড়ে প্রার্থী ঘোষণায় বড় চমক বিজেপির
Jyotiraditya Scindia (Photo Credit: Twitter/ANI)

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে ষষ্ঠ দফায় আরও দুটি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। এর ফলে রাজ্যের সব কটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলল গেরুয়া শিবির। মধ্যপ্রদেশে ২৩০টি আসনে একাই লড়ছে রাজ্যের শাসক দল বিজেপি। রাজ্যে বিধানসভা নির্বাচনে হাইপ্রোফাইল মন্ত্রী, সাংসদের দাঁড় কারালেও কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নির্বাচনে সরাসরি নামালো না বিজেপি। কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসে কেন্দ্রীয় মন্ত্রী হওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-র গড় গুনায় প্রার্থী ঘোষণায় চমক দিল গেরুয়া শিবির। গতবারের বিধায়ক গোপীলাল যাদবকে প্রার্থী না করে সিন্ধিয়া গড়ে পুরনো মুখে ভরসা রাখল বিজেপি।

আসন্ন মধ্যপ্রদেশ বিধানসভায় গুণা (সংরক্ষিত) আসনে বিজেপি প্রার্থী হলেন পান্নালাল শাক্য। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কথা শুনে পান্নালাকেই পদ্ম প্রতীকে লড়ার দায়িত্ব দিলেন শাহ-নাড্ডা। ২০১৩ বিধানসভায় গুণা থেকে বিজেপি প্রার্থী হয়ে জিতেছিলেন পান্নালাল। তবে গতবার তাঁকে প্রার্থী করেনি দল। গুণায় গত পাঁচটি বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি।

গুণার পাশাপাশি বিদিশা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি। বিদিশা থেকে ২০১৪ বিধানসভায় দাঁড়িয়ে জিতেছিলেন শিবরাজ সিং চৌহান। এবার সেখানে মুকেশ ট্যান্ডনকে দাঁড় করাল বিজেপি শিবির। গতবার বিধানসভা ভোটে হেরেছিলেন শিবরাজ সিং ঘনিষ্ঠ মুকেশ।

প্রসঙ্গত, মধ্যপ্রদেশে ২৩০টি আসনে এক দফায় নির্বাচন ১৭ নভেম্বর। ফলপ্রকাশ ৩ ডিসেম্বর। সরকার গড়তে হলে অন্তত ১১৫টি আসনে জিততে হবে। জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, কংগ্রেস অনেকটা এগিয়ে রয়েছে। কমলনাথের নেতৃত্বে মধ্যপ্রদেশে প্রচারে এগিয়ে কংগ্রেস।