নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেডি কর্পোরেটর অমরেশ জেনা (Amaresh Jena)। রবিবার তাঁকে বালাসোর থেকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ, গর্ভপাতের জন্য চাপ দেওয়া এবং খুনের হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। অমরেশের বিরুদ্ধে অভিযোগ উঠতেই বিজেডিকে নিয়ে সমালোচনা শুরু করেছিল রাজ্যের শাসক দল। বিরোধী দলের পক্ষ থেকে কোনও পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলছিল বিজেপি। তবে গ্রেফতারি হতেই বিজু জনতা দলের পক্ষ থেকে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। এই নিয়ে একটি প্রেস বিবৃতিও প্রকাশ করা হয়েছে দলের পক্ষ থেকে।

তরুণীকে নাবালিকা থাকাকালীন ধর্ষণ

জানা যাচ্ছে, ২০২৩ সালে জুন মাসে রাজা উৎসব উপলক্ষে ভুবনেশ্বরে (Bhubaneswar) গিয়েছিলেন তরুণী। বর্তমানে সে ১৯ বছর বয়সী হলেও সেই সময় সে নাবালিকাই ছিলেন। ভুবনেশ্বরেই তাঁর সঙ্গে ৪৯ বছর বয়সী অমরেশের দেখা হয়। সেখান থেকে পরিচয় হওয়ার পর তাঁকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। গত বছর ফেব্রুয়ারিতে যখন নাবালিকা ২ মাসের গর্ভবতী, তখন তাঁকে গর্ভপাত করার জন্য চাপ দেয় অমরেশ। এমনকী বর্তমান স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতিও দেয় সে।

অমরেশ সহ এখনও পর্যন্ত গ্রেফতার ৬

এরপর চলতি বছরের এপ্রিল মাস থেকে তরুণীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় অমরেশ। এমনকী শহর না ছেড়ে দিলে এবং এই ব্যাপারে পুলিশে অভিযোগ জানালে তাঁকে খুন করারও অভিযোগ দেওয়া হয়। তবে তরুণী সাহস দেথিয়ে ভুবনেশ্বর পুলিশের ২৩ জুলাই অভিযোগ দায়ের করেন। তারপর থেকেই পলাতক ছিল বিজেডি নেতা। এদিকে অভিযোগ পেয়ে, গত শনিবারের মধ্যে এই ঘটনায় যুক্ত ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়।