BJD Protest (Photo Credit: X@ANI)

বালেশ্বর কলেজের ছাত্রী মৃত্যু ঘটনায় আজ সকাল থেকে উত্তপ্ত ওডিশার রাজনীতি। এই ঘটনায় ওডিশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস দিলেও তাতে সন্তুষ্ট নয় কংগ্রেস, বিজেডি-সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল। ওই ছাত্রীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই বৃহস্পতিবার ওড়িশা বন‍ধের ডাক দিয়েছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল।

আজ ঘটনার প্রতিবাদে বালাসোর বনধের ডাক দিয়েছে বিজেডি। 'বালাসোর বন্ধ' এর ফলে বালাসোরে কলকাতা-চেন্নাই জাতীয় মহাসড়কে ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়েছে। সংবাদ সংস্থা  এ এন আই কে একজন ট্রাক চালক বলেন, "আমি পারাদ্বীপ থেকে কলকাতা যাচ্ছিলাম। বিজেডির ধর্মঘটের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে...আজ সকাল ৬টা থেকে এখানে অনেক ট্রাক আটকা পড়েছে। আমরা জানি না কখন যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে।"

এছাড়াও  আজ সকাল থেকে ওড়িশার জায়গায় জায়গায় বিক্ষোভ দেখায় বিরোধী দল বিজেডি। ভুবনেশ্বরে বিক্ষোভ চলাকালীন বিজেডি কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে-

 

বালাসোরের ছাত্রীর আত্মহত্যার প্রতিবাদে বিক্ষোভরত বিজেডি কর্মীদের আটক করল পুলিশ-

বালাসোরের ছাত্রীর আত্মহত্যার ঘটনায় বিজেডি নেতা ভৃগু বক্সীপাত্র বলেছেন, "আজ, মুখ্যমন্ত্রী এবং উচ্চশিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পুরো বিজেডি কর্মীরা সচিবালয় ঘেরাও করতে এখানে এসেছেন... আশা করি বিজেপি সরকারে সদিচ্ছা জাগবে এবং রাজ্যের মহিলাদের ন্যায়বিচারের জন্য মুখ্যমন্ত্রী এবং উচ্চশিক্ষা মন্ত্রী পদত্যাগ করবেন। কেবল ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া এবং ব্যক্তিকে গ্রেপ্তার করা সমস্যার সমাধান করবে না।"