কলকাতাঃ চলতি লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) অন্যতম গুরুত্বপূর্ণ ও চর্চিত কেন্দ্র হল বিষ্ণুপুর। এই কেন্দ্রের বর্তমান সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। এই কেন্দ্রটি তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত। মোট সাতটি বিধানসভা নিয়ে এই কেন্দ্রটি গঠিত। যার মধ্যে রয়েছে সোনামুখী, বিষ্ণুপুর,বড়জোড়া,খণ্ডঘোষ,ওন্দা,কোতুলপুর ও ইন্দাস। এর মধ্যে খণ্ডঘোষ বাদে বাকি ৬ বিধানসভা বাঁকুড়া জেলায় অবস্থিত।

 

একসময় বাম দুর্গ হিসেবেই পরিচিত ছিল এই কেন্দ্র। ১৯৭১ সাল থেকে ২০১৪ পর্যন্ত এই কেন্দ্রটি ছিল বামেদের দখলে। ২০১৯ সালে বামেদের থেকে এই আসনটি ছিনিয়ে নেয় বিজেপি। ৬ লক্ষ ৫৭ হাজার ১৯ ভোটে জেতেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল প্রার্থী করে শ্যামল সাঁতরা। তিনি পেয়েছিলেন ৫ লক্ষ ৭৮ হাজার ৯৭২ ভোট। ৭৮ হাজার ৪৭ ভোটে জয়ী হন সৌমিত্র খাঁ। ২০১৪ সালেও এই আসনে জয়ী হয়ছিলেন সৌমিত্র খাঁ, তবে তৃণমূল কংগ্রেসের টিকিটে। চব্বিশের খেলাটা আরও জমে উঠেছে বলা চলে। কারণ এ বার এই কেন্দ্রে সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে লড়ছেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। ২০২১ সালের নির্বাচনের আগে তাঁদের সম্পর্কে চিড় ধরে। এরপর আইনত পথ আলাদা হয়েছে সৌমিত্র-সুজাতার। এ বার মুখোমুখি লড়ছেন তাঁরা। এই প্রাক্তন দম্পতির মধ্যে কে পাবেন বিষ্ণুপুরের দায়িত্ব তাই-ই এখন দেখার।