সাইক্লোন বিপর্যয়ের আগমনের আগেই শুরু হয়েছে সর্তকতামূলক ব্যবস্থা। বিশেষ করে গুজরাটের বিভিন্ন বন্দর, কচ্ছ উপকূল এবং সৌরাষ্ট্রে আগাম সতর্কতা জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। সেই উপলক্ষ্যে জাখাউ বন্দরে সারি দিয়ে দাঁড় করান হয়েছে মাছ ধরার জাহাজ।
শুধু গুজরাট নয় মুম্বইয়তেও জারি করা হয়েছে সর্তকতা। ১৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো বাতাস। ইতিমধ্যেই বেশ কিছু জায়গাতে প্রযোজনীয় উপকরন পাঠানো শুরু করা হয়েছে। গুজরাটে আমরেলি পুলিশের তরফে জাফরাবাদে সব্জী, দুধ, ত্রিপল সহ নানান সামগ্রী প্রদান করা হয়।
#WATCH | Visuals from Jakhau Port in Bhuj, where a large number of boats have been parked as fishing has been suspended in the wake of #CycloneBiparjoy.
Cyclone 'Biparjoy' is expected to cross near Gujarat's Jakhau Port by the evening of 15th June pic.twitter.com/KA7OKJE68O
— ANI (@ANI) June 14, 2023
#CycloneBiparjoy | Amreli police delivered essential items including vegetables and milk to the villagers of Shiyalbet in Jafrabad, Gujarat
(Source: Amreli police) pic.twitter.com/3ZCBtBciDn
— ANI (@ANI) June 14, 2023