কয়েকদিন আগে ভারত সফরে এসেছিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। ভারত সফর চলাকালীন মাহিন্দ্রার গ্রুপের নব নির্মিত ট্রিও ইলেকট্রিক অটোরিকশা তিনি ব্যবহার করে দেখেছেন। ট্রিও-র যাত্রা বিলকে এতটাই মুগ্ধ করেছিল যে তিনি গাড়ির নির্মাতাদের ভূয়স প্রশংসা করেছিলেন তার টুইটার হ্যান্ডেলে। শুধু প্রশংসা নয়, বিল তার ইনস্টাগ্রাম থেকে একটি ইনস্টাগ্রাম রিল ভিডিও শেয়ার করেছেন যেখানে তাকে নীল এবং সাদা মাহিন্দ্রা ট্রিওটি চালাতে দেখায়। "চলতি কা নাম গাড়ি" ছবির গান "বাবু সামঝো ইশারে" দিয়ে ক্লিপটি শুরু হয়।
মাহিন্দ্রা ট্রিওতে কি আছে তা নিজের ভিডিওর ক্যাপশনে লিখে দিয়েছেন বিল গেটস। তিনি বলেছেন এ গাড়ি দূষণ করে না, কোন শব্দ ও করে না। এটিকে মাহিন্দ্রা ট্রিও বলা হয়। তিনি আরো বলেন-"উদ্ভাবনের প্রতি ভারতের আবেগ কখনই বিস্মিত হয় না। আমি একটি বৈদ্যুতিক রিকশা চালিয়েছি, যা ১৩১ কিমি (প্রায় ৮১ মাইল) পর্যন্ত ভ্রমণ করতে এবং ৪ জনকে বহন করতে সক্ষম।মাহিন্দ্রার মতো কোম্পানিগুলির পরিবহণ শিল্পের কার্বনাইজেশনে অবদান সত্যি অনুপ্রেরণা জাগায় । দেখুন সেই ভিডিও-
View this post on Instagram
মাহিন্দ্রা (Mahindra) গ্রুপের প্রধান আনন্দ মাহিন্দ্রা, মাহিন্দ্রা ট্রিও( Mahindra Treo)-তে গেটসকে পেয়ে রোমাঞ্চিত। তিনি বিলের টুইট কে রিটুইট করে দুই ব্যবসায়ী এবং ক্রিকেট আইকন শচীন টেন্ডুলকারের মধ্যে একটি "থ্রি-হুইলার ইভি ড্র্যাগ রেস" এর জন্য গেটসকে আমন্ত্রণও জানান৷
“Chalti ka Naam Bill Gates ki Gaadi” So glad you found the time to check out the Treo @BillGates Now on your next trip’s agenda should be a 3-wheeler EV drag race between you, @sachin_rt and me… pic.twitter.com/v0jNikYyQg
— anand mahindra (@anandmahindra) March 6, 2023