Bilaspur Train Accident. (Photo Credits:X)

Bilaspur Train Accident: ছত্তিশগড়ের বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনায় এত জোরে ধাক্কা লাগে যে যাত্রিবাহী ট্রেনের কামরা একেবারে মালগাড়ির উপরে উঠে যায়। এই ট্রেন দুর্ঘনায় মৃতের সংখ্য়া বেড়ে ৮ হয়েছে বলে জানিয়েছে রেল মন্ত্রক। উদ্ধারকাজ এখনও চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় গুরুতর জখম ১৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। স্থানীয়দের দাবি, ধাক্কার শব্দের পর থেকেই চারদিকে আতঙ্ক তৈরি হয়। কোচের ভিতর থেকে যাত্রীদের চিৎকার শোনা যাচ্ছিল। কয়েকটি কোচ সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ভেঙে যাওয়া ট্রেনের সামনের অংশ এবং উদ্ধারকর্মীদের দৌড়ঝাঁপ।

কীভাবে ঘটে এই দুর্ঘটনা

বিকেল ৪টে নাগাদ বিলাসপুরের লালখাদানের কাছে গেভরা রোড-বিলাসপুর যাত্রিবাহী ট্রেন (68733) একটি দাঁড়িয়ে থাকা মালগাড়ি ট্রেনকে পিছন দিক থেকে ধাক্কা মারে। তীব্র সংঘর্ষে যাত্রীবাহি ট্রেনটির তিনটি কোচ লাইনচ্যুত হয়। স্থানীয় বাসিন্দা, রেল কর্মী ও পরে উদ্ধারদল মিলে আটকে পড়া যাত্রীদের বাইরে বের করেন।  দুর্ঘটনার পরই দমকল, মেডিক্যাল টিম ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে যায়। আহতদের মধ্যে ৫ জনকে AIIMS Bilaspur (এআইআইএমএস বিলাসপুরে) স্থানান্তর করা হয়েছে। আশপাশের জেলা থেকেও মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।

দেখুন বিলাসপুর ট্রেন দুর্ঘটনার ভিডিও

ক্ষতিপূরণ ঘোষণা

রেল দফতর জানিয়েছে, এই দুর্ঘটনায় মৃতের পরিবার পিছু ১০ লক্ষ টাকা, গুরুতর জখমদের ৫ লক্ষ টাকা, সামান্য আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও অর্থসাহায্য দেওয়া হবে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই এদিন সন্ধ্যা ৮:৪৫-এ জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কলে পরিস্থিতি পর্যালোচনা করেন। দ্রুত উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেন।

চলছে উদ্ধারকাজ

রাত ৯টা পর্যন্ত ২০০-রও বেশি উদ্ধারকর্মী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা NDRF দল দুর্ঘটনাস্থলে রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে। ইতিমধ্যেই আংশিকভাবে ট্র্যাক পরিষ্কার করা শুরু হয়েছে, তবে রেল পরিষেবা স্বাভাবিক হতে ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। এই দুর্ঘটনার ফলে বিলাসপুর–হাওড়া রুটের একাধিক ট্রেন বাতিল ও রুট পরিবর্তন করা হয়েছে। ১৫টিরও বেশি ট্রেন ডাইভার্ট করা হয়েছে।

দেখুন খবরটি

হেল্পলাইন নম্বর

রেল কর্তৃপক্ষ দুর্ঘটনায় জড়িত ও তাদের পরিবারদের জন্য জরুরি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে: বিলাসপুর: 07752-270510

রায়পুর: 07752-256100।