পাটনা, ২৮ মে: এক নাগাড়ে বৃষ্টির জেরে হাসপাতালের (Hospital) মধ্যে জল থৈ থৈ অবস্থা। বিহারের (Bihar) হাজিপুর সদর হাসপাতাল, গয়ার অনুগড় নারায়ণ মেডিকেল কলেজের যে ছবি শুক্রবার উঠে আসে, তা দেখে চমকে যান অনেকেই।
এক নাগাড়ে বৃষ্টির (Heavy Rain) জেরে বিহারের ওই হাসপাতালে হু হু করে জল ঢুকে পড়ে। যার জেরে অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ সর্বত্র জলে ভাসতে শুরু করে। এমনকী হাসপতালের প্রয়োজনীর ওষুধপত্রও ওই জলে ভাসতে শুরু করে।
আরও পড়ুন: Corona Vaccination: একুশের ডিসেম্বরের আগেই গোটা দেশের মানুষকে করোনার টিকা দেবে কেন্দ্রীয় সরকার
Bihar | Rain water enters ENT ward of Anugrah Narayan Magadh Medical College in Gaya
The ward was prepared to treat patients of Mucormycosis. The cleaning process is being done: Supervisor of cleaning staff pic.twitter.com/as6hSesQlw
— ANI (@ANI) May 28, 2021
#WATCH | Premises of Bihar's Sadar Hospital in Hajipur water-logged due to heavy rain; water enters into operation theatre, emergency room, and other areas. pic.twitter.com/SuqayN3v69
— ANI (@ANI) May 28, 2021
গয়ার অনুগড় নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক বিভাগে জল ঢুকে যায়। জানা যায়, ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) আক্রান্ত রোগীদের চিকৎসার জন্য যে বিভাগ তৈরি করা হয়েছিল, এক নাগাড়ে বৃষ্টির জেরে সেখানে জল ঢুকে পড়ে। তবে জল ঢুকে পড়ার পর থেকেই তা পরিষ্কার পর্ব শুরু হয়ে যায়। বর্তমানে মিউকরমাইকোসিস অর্থাৎ ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগীদের চিকিৎসা বিভাগ থেকে অনেকটাই জল বের করে দেওয়া হয়েছে বলে জানান সেখানকার সাফাই কর্মী।