পাটনা: বিহারে (Bihar) বাড়ছে না (No increase) বিদ্যুতের দাম (power tariff)। শুক্রবার গ্রাহকদের যাতে বেশি দাম বিদ্যুৎ কিনতে না হয় তার জন্য ১৩ হাজার ১১৪ কোটি টাকা ভর্তুকি (subsidy) দেওয়ার বিষয়ে সম্মত হল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভা (Nitish Kumar led cabinet)।
২০২৩-২৪ সালের আর্থিক বর্ষে সমস্ত স্তরের গ্রাহকদের জন্য ২৪.১০ শতাংশ বিদ্যুতের দাম বৃদ্ধি করার সুপারিশ (recommended) করেছিল রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন (state electricity regulatory commission)। তার ভিত্তিতে বৈঠকে বসে নীতীশ কুমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভা রাজ্যের মানুষের উপর আর বিদ্যুতের দাম বৃদ্ধির চাপ বাড়াতে চায়নি। তাই ১৩ হাজার ১১৪ কোটি টাকা ভর্তুকি দিয়ে মানুষকে স্বস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
মন্ত্রিসভার বৈঠকের পর এই বিষয়ে ঘোষণা করতে গিয়ে নীতীশ কুমার বলেন, "মহাগঠবন্ধনের সরকার (Mahagathbandhan' government) রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের (power consumers) উপর অতিরিক্ত বোঝা (additional burden) না চাপানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২০২৩-২৪ আর্থিক বর্ষের জন্য বিদ্যুৎ গ্রাহকদের ১৩ হাজার ১১৪ কোটি টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত আজকে নিয়েছে মন্ত্রিসভা।" আরও পড়ুন: Shirdi Sai Baba Temple Fight: শিরিডির সাঁই বাবা মন্দিরের গেটে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তুমুল মারামারি ভক্তদের, দেখুন মহারাষ্ট্রের ভিডিয়ো
No increase in power tariff; Bihar cabinet approves Rs 13,114 crore subsidy to power consumers
— Press Trust of India (@PTI_News) March 31, 2023