Representative Image

ওরঙ্গাবাদ: গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) বিস্ফোরণের ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটল বিহারের ওরঙ্গাবাদের (Aurangabad) সাহাগঞ্জ তেলি এলাকায়। এর ফলে এখনও পর্যন্ত ৫০ জনের জখম হওয়ায় খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে তিনটের সময় সাহাগঞ্জ তেলি এলাকার একটি দোকানে গ্যাস সিলিন্ডার ও রেফ্রিজেটারের আগুন লেগে বিস্ফোরণ হয়। এর ফলে ওই দোকানে আগুন লেগে ৫০ জনেরও বেশি মানুষ জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এর ফলে অনেক পুলিশকর্মী আগুনে জখম হয়েছেন।

এপ্রসঙ্গে ওই দোকানের মালিক অনিল কুমার জানান, আমার স্ত্রী ছটপুজোর জন্য খাবার বানাচ্ছিলেন। সেসময় আমরা বুঝতে পারি দোকানে আগুন লেগে গেছে। আর স্থানীয় মানুষরা আতঙ্কে ছুটোছুটি করছে। পরে বিষয়টি খতিয়ে দেখে বুঝতে পারি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ফলে রেফ্রিজেটারে আগুন লেগে যায়। তারপরই তা গোটা দোকানে ছড়িয়ে পড়ে। এর ফলে আমার ছেলেও জখম হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনার ফলে ৫০ জনের বেশি মানুষ জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে আগুন লাগল তাও খতিয়ে দেখা হচ্ছে।