লালুপ্রসাদ যাদবের ছেলে তথা জনশক্তি জনতা দলের জাতীয় সভাপতি এবং মহুয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী তেজ প্রতাপ যাদব বৃহস্পতিবার সকালে পাটনার একটি ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর তেজপ্রতাপ বলেন, প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ।
বিহারের জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তেজপ্রতাপ বলেন, "বিহারের জনগণকে অবশ্যই তাদের ভোট দিতে হবে। প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ।" এদিনই তেজপ্রতাপের জন্য শুভকামনা জানিয়েছেন তাঁর মা রাবড়ি দেবী। এ প্রসঙ্গে তেজপ্রতাপ বলেন, "বাবা-মায়ের আশীর্বাদের একটি বিশেষ স্থান রয়েছে এবং জনগণের আশীর্বাদেরও নিজস্ব গুরুত্ব রয়েছে।"
Patna, Bihar: National President of Jan Shakti Janata Dal, Tej Pratap Yadav says, "...Every single vote holds great importance. In this democracy, the blessings of parents hold a special place..." pic.twitter.com/ywob8sPwVG
— IANS (@ians_india) November 6, 2025