দিল্লি, ১৪ নভেম্বর: বিহারে (Bihar Election 2025) যখন এনডিএ (NDA) জোট হু হু করে সামনের দিকে এগোচ্ছে, সেই সময় হুঙ্কার ছাড়লেন গিরিরাজ সিং। বিহারে বয়ে চলা গেরুয়া ঝড়ের মাঝে গিরিরাজ সিং বলেন, বিহারের মানুষ নিজেদের ভাগ্য বদলেছেন। বিহারের যুব সমাজ বুদ্ধিমান। তাই উন্নয়নকে ভোট দিয়েছে বিহার। তবে এবার বাংলার পালা। বিহার আমরা জিতেছি তাই পরবর্তী টার্গেট পশ্চিমবঙ্গ।
এসবের পাশাপাশি গিরিরাজ সিং আরো বলেন, বিহার দুর্নীতি, লুঠতরাজ এবং গণ্ডগোলকে মেনে নেয়নি। বিহার উন্নতির পক্ষে রায় দিয়েছে। তাই বিহারে ফের এনডিএ জোটের জয়জয়কার বলে মন্তব্য করেন গিরিরাজ সিং।
কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, বিহারের মানুষ শান্তি, সুস্থিতি এবং উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন অশান্তিকে দূরে সরিয়ে।
২৪৩ আসনের বিহার বিধানসভায় কে সিংহাসন দখল করবে, তা নিয়ে বহু তরজা অব্যাহত। এনডিএ জোট না মহাগাঁটবন্ধনের সরকার গঠিত হবে বিহারে, তা নিয়ে গোটা দেশ জুড়ে জোর চর্চা শুরু হয়েছে।
বিহারে এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে জেডিইউয়ের নীতিশ কুমার যেমন মাঠে নামেন, তেমনি মহাগাঁটবন্ধনের মুখ্যমন্ত্রীর মুখ হয়ে লড়াইয়ে হাজির তেজস্বী যাদব। লালু প্রসাদ যাদবের ছোট পুত্র তেজস্বী যাদবকেই এবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে ভোটের লড়াইয়ের ময়দানে নেমেছে আরজেডি-সহ গোটা মহাগাঁটবন্ধনের দলগুলি।