Narendra Modi, Amit Shah. (Photo Credits: X)

Bihar Election 2025: বিহার ভোটের মুখে এনডিএ ছেড়ে বেরিয়ে আসার পথে রাষ্ট্রীয় লোকজনশক্তি পার্টি (Lok Janshakti Party (Ramvilas) । বিজেপি (BJP)-র সঙ্গে আসন সমঝোতার বিষয়টি প্রকাশ্যে জানাতে এখনও দিন দুয়েক ঝুলিয়ে রাখলেও, আরএলজিপি প্রধান পশুপতি কুমার পরশ (Pashupati Kumar Paras) মোটের ওপর ঠিকই করে ফেলেছেন, এবার ভোটে তারা আর এনডিএ-র সঙ্গে থাকবেন না। গত বছর লোকসভা ভোটের পরই অবশ্যই এনডিএ ছেড়েছিলেন পশুপতি, তবে ফের বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ছিলেন। রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পর লোকজনশক্তি পার্টির প্রধান কে হবেন তা নিয়ে পাসোয়ান পরিবারের কাকা-ভাইপোর বিবাদে দু ভাগ হয়ে গিয়েছে LGP। এখন এলজিপি-র একটা অংশের নাম আরএলজিপি, যার প্রধান রামবিলাসের বাবা পশুপতি, আর অন্য অংশের নাম এলজিপি (রামবিলাস), যার মাথায় রয়েছেন চিরাগ পাসোয়ান। রামবিলাসের মৃত্যুর পর বিজেপি বেশি গুরুত্ব দেয় পশুপতিকেই। নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় পশুপতিকেই ঠাঁই দেওয়া হয়েছিল। কিন্তু গত বছর লোকসভা ভোটে চিরাগ পাসোয়ানের দল দারুণ ফল করার পর খেলা ঘুরে গিয়েছে। এখন নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় আছেন রামবিলাস পুত্র চিরাগ পাসোয়ান। মোদীর ঘনিষ্ঠ পাত্রও হয়ে উঠেছে চিরাগ। সেখানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পশুপতি কুমার পরশ অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন।

চিরাগ বনাম পশুপতি

তবে এবারের বিহার বিধানসভা ভোটে 'ডু অর ডাই'লড়াই লড়তে চলেছেন পশুপতি কুমার পরশ। চিরাগকে নিয়েই বিজেপি এবার বিধানসভা ভোটে লড়বে, সেটা বুঝতে পেরে নিজেকে নিজের মত গুছিয়ে নিচ্ছেন পশুপতি। শোনা গিয়েছেল, তাঁর কাছে রাজ্যপাল হওয়ার প্রস্তাব গিয়েছিল। কিন্তু পশুপতি মনে করেন ভাইপো চিরাগের থেকে তিনি এখনও অনেক বেশি জনপ্রিয়। তাই সক্রিয় রাজনীতি ছাড়া তো দূরের কথা তিনি চমক দিতে তৈরি। চিরাগকে ধাক্কা দেওয়ার লক্ষ্যে, আর নিজেকে ফের প্রাসঙ্গিক করতে পশুপতি এবার কংগ্রেস-আরজেডির হাতও ধরতে পারেন বলে জল্পনা।

এনডিএ ছাড়ছেন পশুপতি

যদিও সাংবাদিকদের সামনে পশুপতি জানালেন, ১৭ অক্টোবর পর্যন্ত সময় আছে। আমি মঙ্গলবার সব কিছু জানাব।"প্রসঙ্গত, বিহারে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে এবার সরাসরি বিধানসভা ভোটে লড়ছেন চিরাগ। সিংহাসনের লড়াইয়ে থাকতে বিজেপির থেকে অনেক বেশি আসন চেয়েছিলেন রামবিলাস পুত্র। কিন্তু বিজেপি তাতে রা না হওয়ায় শুরুতে আপত্তি জানিয়ে বেসুরে বাজচ্ছিলেন তিনি। কিন্তু পরে অনিচ্ছা সত্ত্বেও এনডিএ-র জোটে থেকে ২৫-৩০টি আসনে লড়তে রাজি হয়েছেন চিরাগ।