Bihar CM Nitish Kumar meets Delhi CM Arvind Kejriwal. (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ২১ মে: মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অখিলেশ যাদব। শরদ পাওয়ার থেকে কেসিআর। একের পর এক বিজেপি বিরোধী দলের প্রধানদের সঙ্গে বৈঠক করে জোট গড়ার চেষ্টায় মরিয়া হয়ে ময়দানে নেমেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতশ কুমার। নীতীশ এবার গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে।

রবিবার সকালে দিল্লিতে কেজরির বাসভবনে দেখা গেল নীতীশকে। বিজেপি বিরোধী জোটে আম আদমি পার্টিকে পেতে মরিয়া জেডি (ইউ) প্রধান নীতীশ। যে কেজরির স্বপ্ন তার দল গোটা ভারতে ছড়িয়ে পড়ুক। ২০১৪ লোকসভা নির্বাচনে কোনও সংগঠন না থাকলেও লোকসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল আপের হয়ে বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করার সাহস দেখিয়েছিলেন। দিল্লির পাশাপাশি পঞ্জাবও আছে আপ সরকার। সম্প্রতি জাতীয় দলের স্বীকৃতি পেয়েছে আম আদমি পার্টি। গোয়াতেও বিধায়ক আছে আপের। গুজরাট বিধানসভাতেও খাতা খুলেছিল কেজরির দল। যদিও কর্ণাটক, উত্তরাখণ্ড, হিমাচলে একেবারেই সুবিধা করতে পারেনি আপ। নানা ইস্যুতে বিজেপির সঙ্গে সম্পর্ক একবারে খারাপ কেজরির। আরও পড়ুন-ইউপি-র আট জেলায় ভুয়ো ব্যাঙ্ক খুলে ১৭ কোটি টাকার প্রতারণা, ফাঁস চক্র

দেখুন টুইট

কয়েক মাস আগে বিজেপি-র সঙ্গ ছেড়ে আরজেডি, কংগ্রেসের মহাজোটে এসে মুখ্যমন্ত্রীর আসন বজায় রাখা নীতীশ কুমার এখন ২০২৪ লোকসভা নির্বাচনে বিরোধী জোট গড়ার সব চেষ্টা করছেন। নীতশ কংগ্রেসকেও কাছে টেনে ২০২৪ লোকসভা নির্বাচনে একের বিরুদ্ধে এক প্রার্থী দিতে চাইছেন। দিল্লিতে আপ, কংগ্রেসের মধ্য়ে আসন সমঝোতা হলেও গতবার দেশের রাজধানীতে সাতটার মধ্য়ে সাতটা লোকসভা আসনে জেতা বিজেপি এবার সমস্য়ায় পড়তে পারে। তবে কেজরির সঙ্গে কংগ্রেসের সম্পর্ক এখন তেমন ভাল নেই। দিল্লি কংগ্রেসের নেতারা বিজেপির সুরে কেজরি সরকারের বিরুদ্ধে তোপ দাগায় হাত শিবিরের ওপর ক্ষুব্ধ আপ।

গত ২৪ এপ্রিলে বিরোধী জোট গড়া নিয়ে নবান্নে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করেছিলেন নীতীশ কুমার।