Nitish Kumar meets Mallikarjun Kharge and Rahul Gandhi. (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ২২ মে: বিজেপি বিরোধী জোট গড়তে মরিয়া বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar) এবার কংগ্রেসের (Congess) দরবারে। মাসখানেক আগে নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), লখনৌয়ে ইউপির বিরোধী দলতেনা তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) দের সঙ্গে বৈঠকের পর গতকাল, রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গে বৈঠক করেন নীতীশ।

এবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ও রাহুল গান্ধী (Rahul Gandhi)র সঙ্গে বৈঠক সারলেন জেডি (ইউ) প্রধান নীতীশ। খাড়গের বাড়িতে রাহুলের সঙ্গে বৈঠকে জেডি (ইউ) প্রধান বেশ কিছু কথা বলেন বলে খবর। ক দিন আগে কর্ণাটকে কংগ্রেসের বড় জয়ের পর হাত শিবিরকে অভিনন্দন জানিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। আরও পড়ুন-ইম্ফলে একাধিক বাড়িতে আগুন, ফের উত্তেজনা মণিপুরে, দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো

কংগ্রেস, আরজেডি-র সঙ্গে জোট গড়েই বিহারের মসনদে এখন জেডি (ইউ) প্রধান নীতীশ কুমার। বিজেপির সঙ্গ ছেড়ে বিহারে মহাজোটে গড়ে সিংহাসনে বসেন নীতীশ। এখন নীতীশের লক্ষ্য হল, ২০২৪ লোকসভা নির্বাচনে বিজপির বিরুদ্ধে বিরোধীদের একের বিরুদ্ধে এক প্রার্থীর ফর্মুলাকে বাস্তবায়ন করা। নীতীশের সঙ্গে আছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।