Nitish Kumar (Photo Credit: ANI/Twitter)

বিহারের মতিহারির ইটভাটায় চিমনিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল  ৯ জন।শুক্রবার রাতে বিস্ফোরণের ধাক্কায় চিমনির উপরের অংশ ভেঙে পড়ে। নীচেই বসেছিলেন শ্রমিক সহ গ্রামবাসীরা। ধ্বংসস্তুপে চাপা পড়েন তাঁদের বেশ কয়েকজন। এখনও অবধি ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১৫ জনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এখনও ১০ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। রামগড়োয়া থানা এলাকার চম্পাপুর গ্রামের এই ইটভাটার চিমনিতে এ বছরের প্রথমবার অগ্নি প্রজ্জ্বলন করা  হয়েছিল। এই উপলক্ষ্যে সন্ধ্যায় ভোজের আয়োজন করা হয়।  সেখানে হাজির হয়েছিলেন গ্রামবাসীরা।

মতিহারী পুলিশসূত্রে জানা গেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে পুলিশ বাহিনীর তত্ত্বাবধানে এখনো উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থলে উপস্থিত আছেন  রাক্সৌল এর এএসপি।

 ইতিমধ্যেই  বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, রামগড়োয়ার নারিরগিরে ইটের ভাটার চিমনিতে বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন।