প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

বাড়ির বাইরে বাথরুম। তাই রাতের অন্ধকারে শৌচকর্ম করতে ঘর থেকে বেরিয়েছিল নাবালিকা। আর তখনই স্থানীয় দুই যুবক তাঁকে অপহরণ করে নিয়ে যায়। একটি ফাঁকা মাঠে তাঁকে গণধর্ষণ করে দুজনে। এদিকে মেয়ে দীর্ঘক্ষণ ঘরে না আসায় এলাকায় খোঁজাখুজি শুরু করলে বাড়ি থেকে কিছুটা দূরে মেয়ের সঙ্গে অশ্লীল কাজকর্ম করতে দেখতে পায় নির্যাতিতার বাবা-মা। তাঁকে উদ্ধার করে দুই যুবককে ধরেও ফেলে। তাঁদের মধ্যে একজন পালিয়ে গিয়ে বাড়িতে সবটা জানায়। তারপর অভিযুক্তের বাড়ির লোক আবার ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতার পরিবারকে মারধর করে নিজেদের ছেলেদের উদ্ধার করে আনে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) বৈশালী জেলার বিদুপুর থানা এলাকায়।

হাসপাতালে ভর্তি নির্যাতিতা

বুধবার সকালে বছর ১৪-এর নাবালিকাকে নিয়ে থানায় যায় তাঁর পরিবার। সেখানে লিখিত অভিযোগ জানায় নির্যাতিতা। তারপর তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। যদিও ঘটনার পর থেকে ২১ বছরের সোনু কুমার এবং তাঁর বন্ধু ১৯ বছরের অবিনাশ কুমার এখনও পলাতক রয়েছে। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। অভিযুক্তদের মধ্যে সোনু স্থানীয় ওয়াচম্যানের নাতি। সেই সঙ্গে এলাকায় এই পরিবারের যথেষ্ট প্রভাব রয়েছে বলে দাবি পুলিশের।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

নির্যাতিতার মায়ের অভিযোগ, “রাতের দিকে তাঁর মেয়ে বাথরুম করবে বলে উঠেছিল। সেই সময় সোনু ও অবিনাশ তাঁদের মেয়েকে অপহরণ করে ধর্ষণ করে। দুই যুবক এবং তাঁদের পরিবারকে মারধরও করে হুমকি দিয়ে নিজেদের ছেলেকে নিয়ে যায়”। ঘটনার পর থেকে এখনও তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ ঘটনার তদন্ত করছে। সেই সঙ্গে অভিযুক্তদের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।