Pappu Yadav on Bihar Bandh (Photo Credit: X@ANI)

২০২৫ সালের বিধানসভা নির্বাচনের আগে বিহারে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধনের (এসআইআর)-এর বিরুদ্ধে ডাকা ইন্ডিয়া জোটের বনধে সকাল থেকেই প্রভাব পড়ল বিহারে। বুধবার সকালে পাটনা জেলার মানেরের ৩০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন বনধ সমর্থকেরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন জোটের নেতারা।এরপর জেহনাবাদ স্টেশনে রেল অবরোধ করা হয়। 'বিহার বনধ'-কে সমর্থন করে মহাজোট নেতারা টায়ার জ্বালিয়ে বিভিন্ন রাস্তা অবরোধ করেন।

অন্যদিকে, ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং তাদের সহযোগী সংগঠনের যৌথ ফোরামের ডাকা 'ভারত বনধ'-কে সমর্থন জানিয়ে জেহানাবাদ রেলস্টেশনে রেললাইন অবরোধ করেন আরজেডি-র ছাত্র শাখার সদস্যরা। বনধ সমর্থনকারীরা বাত্তিস ভাওয়ারিয়ার কাছে ৮৩ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। তারা জেহানাবাদ কোর্ট রেলওয়ে স্টেশনে পাটনা-গয়া যাত্রীবাহী ট্রেনও বন্ধ করে দেন। জোটের নেতাদের পাশাপাশি পাটনায় কংগ্রেসের বিক্ষোভে যোগ দেন নির্দল সাংসদ পাপ্পু যাদব। পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব বুধবার সকালে 'বিহার বনধ'-এর অধীনে বিক্ষোভরত কংগ্রেস কর্মীদের সঙ্গে যোগ দিতে সচিওয়ালয় হল্ট রেল স্টেশনে যান। রেল অবরোধে শামিল হন তিনি।সেখানে গিয়ে বনধের সমর্থনে এসে নির্বাচন কমিশনের ওপর তোপ দাগেন তিনি।

নির্বাচন কমিশনকে তোপ দেগে কী বললেন পাপ্পু যাদবঃ

সাংসদ বলেন, "আমাদের নাগরিকত্ব সম্পর্কে জিজ্ঞাসা করার নির্বাচন কমিশন কে? আমি এখানে জন্মগ্রহণ করেছি। আমার পূর্বপুরুষরা এখানে জন্মগ্রহণ করেছেন। আমরা কি পাকিস্তান থেকে এসেছি নাকি চিন থেকে? নির্বাচন কমিশন কি বিজেপির বি টিম? তাহলে আমরা এত দিন ভোট দিতে পারলাম কীভাবে? তারা আমাদের ভোটাধিকারের উপর আক্রমণ করছে। এই সিদ্ধান্ত ('বিহার বনধ') রাহুল গান্ধীর নেতৃত্বে নেওয়া হয়েছিল।" পাপ্পু আরও বলেন, "আমরা নির্বাচন কমিশনকে ছাড় দেব না। তারা দেশের দরিদ্র মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে।"