পাটনা, ৩ নভেম্বর: আর কয়েকদিনের মধ্যে বিহারে বিধানসভা নির্বাচন (Bihar Assembly Elections 2025)। ভোট উপলক্ষ্যে বিহার জুড়ে রমরমা শুরু হয়েছে। এনডিএ না ইন্ডি জোট, কারা ক্ষমতায় আসবে, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। এসবের মধ্যে একটি এমন খবর প্রকাশ্যে এল, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
বিহারের জামাুই-মুঙ্গের-লক্ষ্মীসরাই সীমান্তের একটি গ্রাম চোর্মারা। এই গ্রামের মানুষজন এই প্রথম তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নক্সাল বা মাওবাদীদের হাত থেকে এই গ্রামের মুক্তি মিলেছে সবে সবে। নক্সালদের হাত থেকে গ্রামের মুক্তির পর এবারই বিহারের এই অঞ্চলের মানুষ প্রথমবার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।
শুনুন কী বললেন সহোদরী দেবী...
#WATCH | Sahodari Devi, a resident, says, "...Out of fear, we had not built houses. We will now build houses. Naxals used to beat people up and make our children join them...Murders had occurred before our eyes. They used to shoot people dead. Now, Naxals do not come here. They… https://t.co/QD3hsfTWLn pic.twitter.com/dcJOJnS5Py
— ANI (@ANI) November 3, 2025
চোর্মারা গ্রামের বাসিন্দা সাহোদরী দেবী জানান, এতদিন পর্যন্ত নক্সালদের ভয়ে তাঁরা বাড়ি, ঘর তৈরি করতে পারতেন না। নক্সালরা হাজির হয়ে তাঁদের বাড়ি, ঘর ভেঙে দিত। মানুষজনকে মারধর করত। মানুষকে ধরে ধরে মারা হত সবার চোখের সামনে। কথায় কথায় গুলি করে দিত ওরা। ভোট তো দূরে থাক, তাঁরা পোক্ত বাড়ি তৈরি করতেও ভয় পেতেন।
তবে পরিস্থিতির বদল হয়েছে এবার। ওই প্রৌঢ়া জানান, এখন নক্সালরা আর গ্রামে আসছে না। পুলিশ এবং নিরাপত্তা নাহিনীর জওয়ানরা নক্সালদের খুঁজে খুঁজে বের করে, তাদের ধরেছে। ফলে গ্রামের ধারপাশে আর কোনও নক্সাল বা মাওবাদী দেখা যাচ্ছে না বলে জানান চোর্মারার বাসিন্দারা।
সহোদরী দেবীর কথায়, মাওবাদীদের ভয় কেটে গিয়েছে। ফলে ২০, ২৫ বছর পর এবার এই গ্রামের মানুষ প্রথম ভোট দেবেন বলে জানান সহোদরী দেবী।