Bihar Assembly Elections 2025: বিহার বিধানসভা ভোটে চলছে অবৈধ টাকার খেলা। যার অর্থশক্তি যত বেশি, ভোটে জিতবে সেই। ভারতীয় নির্বাচনকে নিয়ে যে অপবাদটা রয়েছে, সেটা বিহারে বরাবর শোনা গিয়েছে। এবারও নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদবের রাজ্যে ভোটে অবৈধ অর্থের খেলা চলছে। সেটা লোঝা গেল নির্বাচন কমিশনের এক বিবৃতিতে। নির্বাচনে বেআইনি প্রভাব বন্ধ করতে নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারজুড়ে বাজেয়াপ্ত হয়েছে মোট 33.97 কোটি মূল্যের নগদ অর্থ, মদ, ড্রাগস ও অন্যান্য উপহার সামগ্রী। বাজেয়াপ্ত সামগ্রীর মধ্যে রয়েছে অ্যাকাউন্টবিহীন নগদ, অবৈধ মদ, নেশাজাতীয় পদার্থ ও অন্যান্য প্রলোভন, যা প্রশাসনের নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখার উদ্যোগকে প্রতিফলিত করছে। হিসাব বহিভূত অর্থের হদিশ মিলছে। যদিও কমিশন বলছে, তারা সতর্ক রয়েছে। কিন্তু অত বড় একটা রাজ্য়ে কমিশনের ছোট দল কী করে বড় রাজনৈতিক দলগুলির বেআইনি কাজ ধরবে তা নিয়ে প্রশ্ন আছে।
কী পদক্ষেপ নিচ্ছে কমিশন
নির্বাচনী খরচের নিয়মকানুন কঠোরভাবে প্রয়োগ ও স্বচ্ছতা বজায় রাখতে কমিশন (ECI) কঠোর পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করেছে। তদারকি ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য 'ফ্লাইং স্কোয়াড', বিশেষ নজরদারি দল ও পর্যবেক্ষক দল বিভিন্ন বিধানসভা এলাকায় দায়িত্বে রয়েছে। পাশাপাশি 'অনলাইন মনিটরিং প্ল্যাটফর্ম' চালু করা হয়েছে, যা পর্যবেক্ষক ও সাধারণ মানুষকে বাস্তব সময়ে অবৈধ কর্মকাণ্ড রিপোর্ট করতে সাহায্য করছে। বাজেয়াপ্ত সামগ্রীর মধ্যে রয়েছে অ্যাকাউন্টবিহীন নগদ, অবৈধ মদ, নেশাজাতীয় পদার্থ ও অন্যান্য প্রলোভন, যা প্রশাসনের নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখার উদ্যোগকে প্রতিফলিত করছে। ECI জোর দিয়ে জানিয়েছে, ভোটপ্রক্রিয়াকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নাগরিকদেরও সন্দেহজনক কার্যক্রম রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে।
দেখুন খবরটি
Ahead of Bihar’s two-phase assembly elections on November 6 and 11, authorities have seized Rs 33.97 crore in cash, liquor, drugs, and freebies to prevent voter inducement. The Election Commission has deployed observers, flying squads, and an online monitoring system to ensure… pic.twitter.com/es7FjW2lyw
— The Daily Jagran (@TheDailyJagran) October 15, 2025
বিহারে দু দফায় ভোট নভেম্বরের শুরুতে
বিহারে দু'দফায় আগামী ৬ ও ১১ নভেম্বর ভোটগ্রহণ হবে। ২৪৩ আসনের বিহার বিধানসভার ফলপ্রকাশ। বিজেপি-নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে পাল্লা দিচ্ছে কংগ্রেস ও লালু-তেজস্বী যাদবের আরজেডি।