1606 Bihar Pick Up Van Accident (Photo Credit: X@ians_india)

বিহারের পাটনা জেলাতে পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে , ভ্যানটিতে কমপক্ষে ৩০-৪০ জন যাত্রী ছিলেন। নিহতরা হলেন- অহল্যা দেবী (৫৫), লক্ষ্মী দেবী (১৮),বাদল কুমার (১৮),গোলু কুমার (১৮), অরবিন্দ কুমার (১৬ বছর), ফুলমতি দেবী।

প্রসঙ্গত ,বিহারের পাটনা জেলাতে পিকআপ ভ্যান উল্টে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে,বাজিতপুর এলাকায় একটি পিকআপ ভ্যান উল্টে গিয়ে আহত হয়েছেন কমপক্ষে ১২ জন যাত্রী। এক পুলিশ আধিকারিক জানান , গাড়িটি দিঘওয়ারা থেকে ভুট্টা বোঝাই করে হাজিপুরের দিকে যাচ্ছিল। পথে বাজিতপুরের কাছে পিকআপ ভ্যানটির একটি চাকা ফেটে যায় এবং গাড়িটি উল্টে যায়। আহতদের স্থানীয় হাসপাতাল এবং পাটনার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভ্যান উলটে মৃত্যু হল মহিলা সহ ৬ জনের

 আহত এক ভ্যানযাত্রী কী বললেন-