বিজেপির সঙ্গে যোগ দিতে পারেন নীতিশ কুমার (Nitish Kumar) এই আশঙ্কায় রাজ্যের ৭৯ আইপিএস অফিসার ৪৫ বিহার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসারকে বদলি করা হল।
শুক্রবার আধিকারিকদের এই বদলি করার বিষয়টি ঘটে। কানাঘুষোয় শোনা যাচ্ছে যে এনডিএ জোট একদা ছেড়েছিলেন নীতিশ সেই জোটেই নাকি ফিরতে চান তিনি। বিভিন্ন এনডিএ নেতা যেমন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝিও আরজেডি (RJD) এবং জেডিইউয়ের জোট ভেঙ্গে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
বিজেপি নেতা সুশীল কুমার মোদী (Sushil Kumar Modi) জানিয়েছেন যে দরজা যে কোন সময় খুলে যেতে পারে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়। রাজনীতিতে কোন দরজা স্থায়ীভাবে বন্ধ হয়না বলে জানিয়েছেন তিনি।
২০২২ সালে এনডিএ জোট থেকে ইতি জানানোর পর সমস্ত বিরোধীদের একত্রিত করে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে নির্বাচনে লড়ার উদ্যোগ নিতে দেখা গিয়েছিল তাঁকে।
বিহারে তিনি বিরোধীদের প্রথম ঐক্যবদ্ধ মিটিং ডেকেছিলেন পাটনায়। এবার নীতিশ কুমার যদি এনডিএ জোটে পা রাকেন তাহলে সেটি হবে চতুর্থ বারের জন্য পরিবর্তন।বিহার বিধানসভায় ২৪৩ টি আসনের মধ্যে আরজেডির রয়েছে ৭৯ টি, বিজেপির রয়েছে ৭৮ টি, জেডিইউয়ের রয়েছে ৪৫ টি, কংগ্রেসের রয়েছে ১৯ টি, সিপিআই এম এল ১২ টি, হিন্দুস্তানী আওয়াম মোর্চার রয়েছে ৪ টি, এআইএমআইএম এর রয়েছে ১ টি এবং নির্দল ১ টি।
79 IPS, 45 BAS officers transferred amid political turmoil in Bihar
Read @ANI Story | https://t.co/rHnIEV16iu#IPS #PoliticalTurmoil #Bihar pic.twitter.com/VgP6961XPv
— ANI Digital (@ani_digital) January 27, 2024