Starlink (Photo Credit: ANI/X)

দিল্লি, ২৮ মে: এবার ভারতে শুরু হতে চলেছে স্টারলিঙ্ক (Starlink)। এলন মাস্কের (Elon Musk) সংস্থা ভারতে (India)  ইন্টারনেট সরবারহ করবে। আগামী কয়েক মাসের মধ্যে স্টারলিঙ্ক ভারতে ৬০০ থেকে ৭০০ জিবিপিএস, গিগাবাইট বা ব্যান্ডউইথের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিতে শুরু করবে বলে খবর। আগামী ১ বছরের মধ্যেই স্টারলিঙ্ক এই কার্যক্রম শুরু করতে পারে বলে খবর মিলছে।

রিপোর্টে প্রকাশ, আগামী এক বছরের মধ্যে স্টারলিঙ্ক ভারতে কাজ শুরু করতে পারে। জানা যাচ্ছে, এলন মাস্কের সংস্থা যখন ভারতে কাজ শুরু করবে, সেই সময় ৩০ থেকে ৫০ হাজার মানুষ এই অতি সক্রিয়, অতি উচ্চমানের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তারপর সময় যত গড়াবে, ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়ানো হবে।

প্রথম পর্যায়ে অত্যন্ত ধীর গতিতেই মাস্কের সংস্থা ভারতে কাজ শুরু করবে বলে খবর। জানা যাচ্ছে, এলন মাস্কের সংস্থা ভারতে ইন্টারনেট সংযোগ শুরু করলে, তা প্রথমে ২০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে হবে। অর্থাৎ ২০ হাজার থেকে ৫০ হাজার পর্যন্ত রেস্তো খরচ করলেই আপনি স্টারলিঙ্ক ব্যবহার করতে পারবেন বলে জানা যাচ্ছে। তবে এই মূল্য কমতে বা বাড়তে পারে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Starlink Begins In Bangladesh: বাংলাদেশে চলছে স্টারলিঙ্ক, মাস্কের কোম্পানির ইন্টারনেটের প্যাকেজ কত জানেন

এর আগে বাংলাদেশে স্টারলিঙ্ক কাজ শুরু করেছে।  বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় এলন মাস্কের সংস্থা মানুষকে ইন্টারনেট সংযোগ দিচ্ছে বলে খবর।

জানা যায়, বাংলাদেশে বর্তমানে ৪,২০০ এবং ৬ হাজার, এই দুটি প্যাকেজ চালাবে মাস্কের সংস্থা। পরে প্যাকেজের দাম কমতে বা বাড়তে পারে বলেও জানানো হয়।