Medicines (Photo Credit: Latestly)

দিল্লি, ৪ অগাস্ট: বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের (Central Govt )। এবার ৩৫টি জীবনদায়ী ওষুধের (Medicines) দাম কমছে। গুরুত্বপূর্ণ সব ওষুধকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের। পরপর ৩৫টি নিত্য প্রয়োজনীয়, জীবনবদায়ী ওষুধের দাম কেন্দ্রীয় সরকারের তরফে কমানো হচ্ছে বলে খবর।

কেন্দ্রীয় সরকারের তরফে যে ৩৫টি ওষুধের দাম কমানো হচ্ছে, তার মধ্যে রয়েছে প্রদাহ বিরোধী ওষুধ, অ্যান্টিবায়োটিক, কার্ডিয়োভাসকুলার, ডায়াবেটিসের ওষুধ এবং মানসিক রোগের ওষুধ। যে ৩৫টি ওষুধরে উপর থেকে দাম কমানো হচ্ছে, তার জেরে সাধারণ মানুষ অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যাঁরা বহুদিন ধরে এই সমস্ত রোগের সঙ্গে লড়াই করছেন, তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বলেই মনে করা হচ্ছে।

যে ওষুধগুলির দাম কমানো হচ্ছে, কেন্দ্রের নির্ধারিত মূল্যে সেগুলি কবে থেকে বাজারজাত করা হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন বহু মানুষ।