Air India Flight (Photo Credit: ANI/X)

দিল্লি, ১১ অগাস্ট: এবার ওয়াশিংটন ডিসিতে (Washington DC ) পরিষেবা বন্ধ করছে এয়ার ইন্ডিয়া। ওয়াশিংটন ডিসিতে এবার বিমান চালানো বন্ধ করতে চলেছে এয়ার ইন্ডিয়া। আগামী ১ সেপ্টেম্বর থকেে ওয়াশিংটন ডিসিতে আর কোনও এয়ার ইন্ডিয়ার (Air India Flight) বিমান চলবে না বলে জানানো হয়েছে। ১ সেপ্টেম্বরের আগে  ওয়াশিংটনে যত ভারতীয় (India) রয়েছেন কিংবা ভারতে যাঁরা রয়েছেন, তাঁরা যাতে ফিরে যানে, সে বিষয়ে জানানো হয় এয়ার ইন্ডিয়ার তরফে।

রিপোর্টে প্রকাশ, বোয়িং ৭৮৭-৮ বিমানের ফ্লিট আপগ্রেড প্রোগ্রাম এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তের জন্য দায়ি। বোয়িং ৭৮৭-৮ বিমানের ফ্লিট আপগ্রেড প্রোগ্রামের জেরে, ২০২৬ সালের শেষ পর্যন্ত বেশ কয়েকটি বিমান ব্যবহারের যোগ্য থাকবে না। সেই সঙ্গে রয়েছে পাকিস্তানের আকাশসীমা বন্ধ। পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায়, দিল্লি থেকে বেশি দূরত্ব পেরিয়ে ওয়াশিংটনে যেতে হচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমানকে (পহেলগাম হামলার পর থেকে ভারত, পাকিস্তানের সম্পর্ক ক্রমাগত তলানিতে গিয়ে ঠেকেছে। তার জেরেই দুই দেশের আকাশ পথ  বন্ধ রয়েছে একে অপরের জন্য)। দীর্ঘ দূরত্ব পেরিয়ে গন্তব্যে পৌঁছনোর জন্য দিল্লি-ওয়াশিংটন ডিসি রুটের বিমানের খরচ ক্রমাগত বেড়েই যাচ্ছে।

এই দুই কারণেই মূলত, দিল্লি-ওয়াশিটন রুটের এয়ার ইন্ডিয়া আপাতত পরিষেবা স্থগিত করছে বলে জানা যাচ্ছে। তবে টরন্টো এবং ভ্যাঙ্কুভারে এয়ার ইন্ডিয়ার বিমান চালানো হবে। স্থগিত করা হচ্ছে না বলে স্পষ্ট জানানো হয়েছে।

আমেরিকার সঙ্গে ভারতের শুল্ক যুদ্ধের প্রভাব বিভিন্ন ক্ষেত্রে পড়তে শুরু করেছে। এবার তার মাঝেইওয়াশিংটন ডিসিতে এয়ার ইন্ডিয়ার বিমান না চালানোর এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।