দিল্লি, ২৪ অগাস্ট: বিগ বুলের রাকেশ ঝুনঝুনওয়ালা (Rakesh Jhunjhunwala) কত সম্পত্তি রেখে গিয়েছেন? রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্য়ুর পর থেকে এমন প্রশ্নই উঠতে শুরু করে। রিপোর্টে প্রকাশ, রাকেশ ঝুনঝুনওয়ালা ৩০ হাজার কোটির সম্পত্তি রেখে গিয়েছেন। স্ত্রী এবং তাঁর ৩ সন্তানের মধ্যে ওই সম্পত্তি বণ্টন করা হবে বলে একটি উইলও করে তৈরি গিয়েছেন তিনি। এই মুহূর্তে রাকেশ ঝুনঝুনওয়ালার কোম্পানির ছাতার নীচে পরপর ৩৫টি সংস্থা রয়েছে।
রাকেশ ঝুনঝুনওয়ালার ৩ সন্তান। মেয়ে নিষ্ঠার বয়স ১৮। যমজ সন্তান আর্যমান এবং আর্যবীরের বয়স ১৩। ফলে স্ত্রী এবং রাকেশ ঝুনঝুনওয়ালার সম্পত্তির বণ্টন কীভাবে হয়, সেদিকে নজর রয়েছে। তবে ৩ সন্তানের পাশাপাশি 'চ্যারিটিকে' নিজের চতুর্থ সন্তান বলতেন রাকেশ ঝুনঝুনওয়ালা।
আরও পড়ুন: Pakistan: ৩০ হাজার দিয়ে পাক সেনাই ভারতে পাঠায়, ধৃত জঙ্গির জবানবন্দিতে বিস্ফোরণ
জানা যাচ্ছে, এই মুহূর্তে মুম্বইয়ের মালাবার হিলে সমুদ্রমুখী বিলাসবহুল বাংলো রয়েছে রাকেশ ঝুনঝুনওয়ালার। ২০১৩ সালে ১৭৬ কোটির বিনিময়ে ওই বাংলো কেনেন তিনি। এ ছাড়া লোনাভলায় তাঁর একটি বিলাসবহুল বাগান বাড়িও রয়েছে বলে খবর।